TRENDING:

Winter Flower Care: শীতে ছাদ-বাগান ভরে উঠবে সালভিয়ায়, শুধু এইভাবে গাছের যত্ন নিন

Last Updated:

সালভিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। ছাদে গাছ তৈরির আগে মাটি তৈরির সময় মাটি শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: শীতের সময় পরিবেশের পাশাপাশি মনকে রঙিন করে তুলতে বিভিন্ন ফুল গাছ তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন গাছ প্রেমীরা। আর তাই এই সময় নার্সারিতে বাগানপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। একই অবস্থা দেখা গেল বসিরহাটের বিভিন্ন নার্সারিতে। শীতের ফুল গাছ বলতে চন্দ্রমল্লিকা, ডালিয়ার পাশাপাশি অন্যতম হল সালভিয়া। টবে সবুজ গাছের উপর স্টিকে স্টিকে সুন্দরভাবে সেজে ওঠে এই ফুল।
advertisement

আরও পড়ুন: ফারাক্কা এক্সপ্রেসের রুট পরিবর্তন, দেখে নিন সময়সূচি

অনেকেরই পছন্দের ফুলগাছের তালিকায় উপরের দিকেই থাকে সালভিয়া। কিন্তু ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই। এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে ও ফুলের পরিমাণ কমে যায়। সালভিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। ছাদে গাছ তৈরির আগে মাটি তৈরির সময় মাটি শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে তাতে চারা পুঁততে হবে। গাছ বসানোর পর সপ্তাহখানেক ছায়ায় রাখুন চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটির আর্দ্রতা বেশি থাকলে থাকলে পরদিন আর জল দেবেন না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সালভিয়া গাছের ভাল বৃদ্ধির জন্য খোল জল দিতে পারেন। সাত-দশ দিনের পচানো খোলের জল জলের সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে গাছের গোড়ায় দিন। তবে খোলের পরিমাণ যেন বেশি না হয়। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করুন। গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Flower Care: শীতে ছাদ-বাগান ভরে উঠবে সালভিয়ায়, শুধু এইভাবে গাছের যত্ন নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল