আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোয় চমক ‘মিনি চন্দননগরের’, আয়োজন দেখলে তাক লেগে যাবে
দৃষ্টিনন্দন পাপড়ির বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য ডালিয়া অত্যন্ত জনপ্রিয় ফুল। কোনওটা এক রং আবার কোনওটায় একাধিক রঙের মিশ্রণ। ডালিয়া মূলত আকারে বড় হলেও ছোট সাইজের ডালিয়াও পাওয়া যায়। ডালিয়ার চারাগাছ প্রতিস্থাপনের আদর্শ সময় নভেম্বর মাস। তবে এই ফুল গাছের সঠিক পরিচর্যা না হলে তা সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
ডালিয়া ফুলের পাতায় অনেক সময় ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। ডালিয়ার গাছে জাব পোকা, থ্রিপস ও মাকড়ের আক্রমণে বেশি ক্ষতি হয়। জাব পোকা ও থ্রিপস দমনের জন্য মাত্রানুযায়ী রাসায়নিক কীটনাশক জলের সঙ্গে মিশিয়ে সন্ধের সময় স্প্রে করতে হবে। ডালিয়া আদ্রতাপূর্ণ মাটি পছন্দ করে। এই গাছে মোটামুটি নিয়মিত জল দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হয়ে যাবে। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে নেবেন। অর্থাৎ সাধারণ কতগুলো বিষয় খেয়াল রাখতে পারলেই ছাদবাগান বা বাড়ির বাগান সর্বত্র সুন্দর ডালিয়া ফুল ফোটাতে পারবেন।
জুলফিকার মোল্লা