TRENDING:

Minimum Water Farming: বৃষ্টির অভাবে কীভাবে কম জলে চাষ করবেন? এক ঝটকায় জেনে বাজিমাত করুন

Last Updated:

Minimum Water Farming: নতুন পদ্ধতি মেনে ধানের বীজ রোপণ করলে বেশি জলের প্রয়োজন হবে না। অল্প জলেই ধানের বীজতলা রক্ষা করা যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪পরগনা: এই বছর বর্ষা যথাসময়ে উত্তরবঙ্গে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে ঢুকতে অনেকটাই দেরি করেছে। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তেমন একটা বৃষ্টি হচ্ছে না। ফলে বৃষ্টির ঘাটতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। এই পরিস্থিতিতে কম জলে চাষাবাদের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
advertisement

বৃষ্টির ঘাটতি সত্ত্বেও ইতিমধ্যে অনেক চাষি ধানের বীজ রোপণের পাশাপাশি বিভিন্ন সবজির চাষের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সবজি ও ধানের বীজের জন্য লাগে পর্যাপ্ত পরিমাণে জল। কিন্তু বৃষ্টির অভাবে দক্ষিণবঙ্গে কৃষিকাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই নতুন পদ্ধতি মেনে ধানের বীজ রোপণ করলে বেশি জলের প্রয়োজন হবে না। অল্প জলেই ধানের বীজতলা রক্ষা করা যাবে। কিন্তু কীভাবে?

advertisement

আর‌ও পড়ুন: হাইটেনশন লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মীর মৃত্যু, জখম আর‌ও তিন

অল্প জলে চাষাবাদ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। বৃষ্টি না হলে ধান চাষের ক্ষেত্রে জলসেচের দরকার পড়ে। যদি জল সেচের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সুধা পদ্ধতির মাধ্যমে বীজতলা প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি। এই বীজতলা তৈরির পদ্ধতির বিশেষত্ব হল- ১ বিঘা জমিতে ধান চাষের জন্য শুধুমাত্র এক কাঠ জমিতে বীজতলা প্রস্তুত করলেই হবে। আর কম বীজতলা তৈরি করলে জলও লাগবে কম। তবে সেক্ষেত্রে বিশেষ পদ্ধতি মেনে মাটি প্রস্তুত করার আগে গোবর সার, ইউরিয়া, জিঙ্ক সালফেট সহ বেশ কিছু উপাদান মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে। যেখানে জল অনেকটাই কম লাগবে। এই পরামর্শ মেনে কৃষিকাজ করে এই বছর বহু চাষি উপকৃত হচ্ছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minimum Water Farming: বৃষ্টির অভাবে কীভাবে কম জলে চাষ করবেন? এক ঝটকায় জেনে বাজিমাত করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল