বৃষ্টির ঘাটতি সত্ত্বেও ইতিমধ্যে অনেক চাষি ধানের বীজ রোপণের পাশাপাশি বিভিন্ন সবজির চাষের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সবজি ও ধানের বীজের জন্য লাগে পর্যাপ্ত পরিমাণে জল। কিন্তু বৃষ্টির অভাবে দক্ষিণবঙ্গে কৃষিকাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই নতুন পদ্ধতি মেনে ধানের বীজ রোপণ করলে বেশি জলের প্রয়োজন হবে না। অল্প জলেই ধানের বীজতলা রক্ষা করা যাবে। কিন্তু কীভাবে?
advertisement
আরও পড়ুন: হাইটেনশন লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মীর মৃত্যু, জখম আরও তিন
অল্প জলে চাষাবাদ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। বৃষ্টি না হলে ধান চাষের ক্ষেত্রে জলসেচের দরকার পড়ে। যদি জল সেচের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সুধা পদ্ধতির মাধ্যমে বীজতলা প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি। এই বীজতলা তৈরির পদ্ধতির বিশেষত্ব হল- ১ বিঘা জমিতে ধান চাষের জন্য শুধুমাত্র এক কাঠ জমিতে বীজতলা প্রস্তুত করলেই হবে। আর কম বীজতলা তৈরি করলে জলও লাগবে কম। তবে সেক্ষেত্রে বিশেষ পদ্ধতি মেনে মাটি প্রস্তুত করার আগে গোবর সার, ইউরিয়া, জিঙ্ক সালফেট সহ বেশ কিছু উপাদান মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে। যেখানে জল অনেকটাই কম লাগবে। এই পরামর্শ মেনে কৃষিকাজ করে এই বছর বহু চাষি উপকৃত হচ্ছেন।
সুমন সাহা