TRENDING:

South 24 Parganas News: করুণ অবস্থা! দিনে মাত্র দু'বার জেটিঘাট থেকে ছাড়ছে এলসিডি, অসুবিধায় পাথরপ্রতিমার বাসিন্দারা

Last Updated:

বর্তমানে এলাকায় ৫ টি পল্টন জেটি হয়েছে। এই জেটি দিয়ে বাস, লরিও চলে যাচ্ছে। কিন্তু সময় অনুযায়ী সবকিছু হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা: দিনে দু’বার জেটিঘাট থেকে ছাড়ছে এলসিডি। যার ফলে অসুবিধায় পড়েছেন পাথরপ্রতিমার বাসিন্দারা। রোরো সার্ভিসের অধীনে এই এলসিডি শুরু হওয়ার সময় স্থানীয় বাসিন্দারা খুবই খুশি ছিলেন। কিন্তু এখন তাঁরা অসুবিধায় পড়েছেন‌। যাতায়াতের সুবিধার জন্য করা হয়েছিল এই জেটি। কিন্তু সেখানে এখন পরিষেবা মিলছে না।পাথরপ্রতিমা ব্লক ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, যার মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েত নদী বেষ্টিত এলাকা, যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। তবে বেশ কয়েকমাস আগে রো-রো সার্ভিস করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।
advertisement

বর্তমানে এলাকায় ৫ টি পল্টন জেটি হয়েছে। এই জেটি দিয়ে বাস, লরিও চলে যাচ্ছে। কিন্তু সময় অনুযায়ী সবকিছু হচ্ছে। ফলে স্থানীয় মানুষজনের সময় নষ্ট হচ্ছে। সূত্রের খবর এই জেটি শুধু গাড়ি পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে এখন। এ নিয়ে কর্তৃপক্ষের দাবি এই এলসিডি চালাতে বিপুল পরিমাণ অর্থ লাগে। সেখানে বার্জ দেওয়া থাকে। সেগুলি পরিপূর্ণ না হলে আর্থিক ক্ষতি হতে পারে।

advertisement

আরও পড়ুন: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যদিও এখন তেমন উপকার না হলেও ভবিষ্যতে এই জেটি সবার উপকারে লাগবে। ধীরে ধীরে কলকাতার সঙ্গে এই জেটি মারফত যোগাযোগ বাড়বে। গাড়ি দিয়েই যাতায়াত করা যাবে তখন। তবে একটু সময় লাগবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: করুণ অবস্থা! দিনে মাত্র দু'বার জেটিঘাট থেকে ছাড়ছে এলসিডি, অসুবিধায় পাথরপ্রতিমার বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল