বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে।
আরও পড়ুন : দীপাবলিতে মাটির প্রদীপ মাস্ট! আগের স্টক থাকলে বের করে রাখুন, পরে পাবেন কিনা ঠিক নেই
advertisement
সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্রমতে যে সমস্ত মন্ডপে দুর্গা পুজো হয়ে থাকে, একই বেদীতে মা লক্ষ্মীরও পুজো করতে হয়। তাই প্রতিটা দুর্গা মন্ডপেই লক্ষ্মী পুজো চলছে। প্রতি বছরের ন্যায় এবছর সোনামুই লক্ষ্মীপুজো কমিটির পরিচালনায় সাড়ম্বরে হয় লক্ষ্মীপুজো। এখানে নিত্যনতুন থিমের ছোঁয়া থাকে। এবছরও তার অন্যথা হয়নি। এবছর তাদের থিম অগ্নিগর্ভা। বাল্যবিবাহ রোধ ও নারীকে সম্মান করার বার্তা তুলে ধরা হয়েছে প্যান্ডেলে।
আরও পড়ুন : টানা বর্ষণে রূপ বদলেছে কেলেঘাই! যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি… নিয়মিত জল মাপছে সেচ দফতর
শারদীয়া উৎসবের পর কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালির কাছে আবেগসম। তাই শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো বাঙালির অন্যতম প্রধান ও জনপ্রিয় উৎসব। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে, এর অর্থ হল ‘কে জেগে আছো’। আসলে মনে করা হয় মা এই তিথিতে নিজে মর্ত্যধামে এসে দেখেন কে তাঁর জন্য জেগে অপেক্ষা করছেন। যে ভক্ত জেগে থাকেন, কমলাসনা তাঁর বাড়িতেই অবস্থান করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবমিলিয়ে ঘরের লক্ষ্মী পুজোও এখন সর্বজনীন রূপ পেয়েছে। আর এই পুজোর মাধ্যমে তারা বার্তা দিচ্ছেন ঘরের লক্ষ্মীকে রক্ষা করার। ঘটে চলা নারী নির্যাতন বন্ধ হোক বা মহিলা সম্মান রক্ষা হোক, সেই বার্তা তুলে ধরতে এই থিম বেছে নিয়েছে উদ্যোক্তারা।