হনুমানদের দাপট ঘিরে পুরো লণ্ডভণ্ড অবস্থা গোটা এলাকার। এক কথায়, হনুমানের তাণ্ডবে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের। ঘুম ছুটেছে নন্দীগ্রামের সামসাবাদের বুড়ির মোড় এলাকার বাসিন্দাদের। টানা তিনদিন ধরেই খ্যাপা হনুমানের তান্ডব চলছে। হনুমানের কামড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ জন।
আরও পড়ুন: পুতিন নন, ইনি ভ্লাদিমির পোটানিন, রাশিয়ার সবচেয়ে বড়লোক! তাঁর সঙ্গে কী করল আমেরিকা?
advertisement
গুরুতর জখম হওয়ায় আহতদের বেশিরভাগকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনায় সামসাবাদের পাশাপাশি গোটা নন্দীগ্রাম এলাকা জুড়েই হনুমানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এলাকায় এসেছে।
আরও পড়ুন: 'আমি নিরাপদে নেই', প্রবল চাপের মুখে তোলপাড় অনুব্রত মণ্ডলের! গেল না দুশ্চিন্তাও
তবে হনুমান ধরার জন্য তাঁরা ফাঁদ পাতলেও তাদের নাকাল হতে হচ্ছে। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাও হনুমান তাড়াতে গিয়ে আক্রান্ত হয়েছে। হনুমান ধরা না পড়ায় এলাকাবাসীর আতঙ্ক বাড়ছে।