Vladimir Potanin | Russia Ukraine War: পুতিন নন, ইনি ভ্লাদিমির পোটানিন, রাশিয়ার সবচেয়ে বড়লোক! তাঁর সঙ্গে কী করল আমেরিকা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Vladimir Potanin | Russia Ukraine War: এক মাস আগে, ভ্লাদিমির পোটানিন নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনের উপদেষ্টা বোর্ডে এবং ম্যানহাটনের গুগেনহেইম মিউজিয়ামের ট্রাস্টিদের মধ্যে বিশ্বের আর্থিক ও ব্যবসায়িক অভিজাতদের পাশাপাশি বসেছিলেন।
advertisement
এক মাস আগে, ভ্লাদিমির পোটানিন নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনের উপদেষ্টা বোর্ডে এবং ম্যানহাটনের গুগেনহেইম মিউজিয়ামের ট্রাস্টিদের মধ্যে বিশ্বের আর্থিক ও ব্যবসায়িক অভিজাতদের পাশাপাশি বসেছিলেন। সেই ক্ষমতার বৃত্তে ছিলেন টম হিল, প্রাক্তন ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড এক্সিকিউটিভ। কিন্তু গত দুসপ্তাহে পোটানিন উভয় বোর্ড থেকে বাদ পড়েছেন।
advertisement
advertisement
রাশিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে শুরু হয়েছে রাশিয়ার ধনকুবেরদের উপর। শীঘ্রই আমেরিকার তালিকায় আরও কিছু রাশিয়ার ধনকুবেরদের নাম আসতে চলেছে। তার সম্পদ এক দশমিক সাত বিলিয়ন ডলার কমে ১৯ দশমিক পাঁচ বিলিয়ন ডলার হয়েছে। রাশিয়ান ধনকুবের ভ্লাদিমির পোটানিন তার সম্পদের এক চতুর্থাংশ হারিয়েছেন।
advertisement