গত কয়েক মাস ধরে হরিয়ানা, ওড়িশা, দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলাভাষীদের আক্রান্ত ও হেনস্তা হওয়ার একের পর এক অভিযোগ সামনে এসেছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দিয়ে কাজ থেকে বের করে দেওয়া, শারীরিক হেনস্থা, থানায় আটকে রাখার মত বহু ঘটনা ঘটেছে। তবে খোদ কলকাতার কাছে অবস্থিত ভাঙড়ে এমন ঘটনা ঘটবে তা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বুকে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এর প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: খামখেয়ালি আবহাওয়ার মার! পুজোর বায়নায় না প্রতিমা শিল্পীদের
ভাঙড়ের ওই নামি জুতো প্রস্তুতকারক সংস্থায় ম্যানেজার হিসেবে নতুন যোগ দিয়েছেন অজয় শ্রীবাস্তব। ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন ওই জুতো কারখানার নতুন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার পরই শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি বাঙালি শ্রমিকদের বাদ দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি বলেছেন বলে অভিযোগ। স্পষ্ট জানান, ‘এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা হবে না।’ এমনকি একাধিক শ্রমিককে কারখানা থেকে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ। বেছে বেছে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে বলে ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন।
আরও পড়ুন: এবার এক বাসেই মুন্সিরহাট থেকে সল্টলেক! রুট জানুন
বাংলার বুকে একটি কারখানা থেকে বাঙালি শ্রমিকদের বের করে দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের প্রাধান্য দেওয়া এবং বাংলা ভাষার উপর নিষেধাজ্ঞা জারি করার মতো ঘটনা সর্বস্তরে আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন উঠছে, বাংলাতেই যদি বাঙালি ও বাংলা ভাষা নিরাপদ না হয় তবে বাঙালি যাবে কোথায়?