তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা বুঝতে পারলেন ঘাবড়ানোর মতো তেমন কিছু হয়নি। আসলে ধুবুলিয়া স্টেশনে আয়োজন করা হয়েছে ভারতীয় রেলের যুদ্ধকালীন তৎপরতায় রেল দুর্ঘটনার মক টেস্ট। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিভাগীয় রেল আধিকারিকরা।
advertisement
তবে প্রকৃতপক্ষেই আগাম কোনও খবর ছিল না ধুবুলিয়া রেলস্টেশন কিংবা সংবাদ মাধ্যম অথবা জনসাধারণের কাছে, আর এর উদ্দেশে একটাই, খবর পাওয়া মাত্র কত দ্রুত রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন সেই নিয়ে চলছে ভারতীয় রেলের মক টেস্ট। প্রকৃতপক্ষেই নদিয়া জেলা এবং তার আশেপাশে থাকা উদ্ধারকারী কাজে নিযুক্ত বিভিন্ন রেল কর্মীরা এই সচেতনতা মূলক প্রোগ্রাম হওয়ার মাত্র দু ঘণ্টা আগে খবর পেয়েছেন। শুধু একটা মেসেজ “ধুবুলিয়ায় রেল দুর্ঘটনা, দ্রুত উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।” আর বিপদকালীন এই বার্তা পেয়ে কে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারে এবং সেখানে গিয়ে কিভাবে দ্রুততার সঙ্গে নিজেদের কাজে পারদর্শিতা দেখাতে পারেন সেটাই এদিনের মূল বিষয়।
অন্যদিকে সাধারণ মানুষকে কিভাবে উদ্ধারকারী হিসেবে কাজে লাগানো যেতে পারে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনাও হয় এদিন। ঘটনাস্থলে বিভাগীয় রেল আধিকারিকরা উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সামনে রেল কর্তৃপক্ষ কত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে তার প্রতিকার করে তা দেখানোর উদ্দেশ্যেই ভারতীয় রেলের এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এ রাজ্যে নদিয়ায় এই প্রথম।
আজকের মক টেস্ট সচেতনামূলক এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যেও রেল লাইনের ওপর দেওয়া কিংবা অন্যান্য বিষয় নজর রেখে রেলওয়ে টোল ফ্রি নম্বরে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়।
Mainak Debnath