TRENDING:

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এ কী করলেন মহিলারা! সকলে একেবারে অবাক! জানুন আপনিও

Last Updated:

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার ঝালদার মহিলারা। এই প্রকল্পের আওতাধীন মহিলারা প্রতিমাসে ১০০০-১২০০ টাকা পেয়ে থাকেন। মূলত মহিলাদের আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ‌ এই প্রকল্পের আওতাধীন মহিলারা প্রতিমাসে ১০০০-১২০০ টাকা পেয়ে থাকেন। মূলত মহিলাদের আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এতে অনেকখানি উপকার পেয়েছেন গ্রামাঞ্চলের মহিলারা। সামান্য প্রয়োজনে তাদেরকে আর স্বামী বা সন্তানের কাছে হাত পাততে হয় না।
advertisement

এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার ঝালদার মহিলারা। ঝালদার আনন্দবাজার বৈষ্ণবপাড়ার মহিলা সমিতির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনদিন ব্যাপী চলেছে তাদের এই সংকীর্তন। কীর্তন জাগরনের মধ্যে দিয়ে তারা অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছে। ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগুলি থেকেও বহু মানুষ গভীর রাত পর্যন্ত হরি মন্দিরের এই নাম সংকীর্তনে ‌ অংশগ্রহণ করেন।

advertisement

আরও পড়ুনঃ চিকেনের স্বাদ-মটনের শক্তি! বর্ষায় ডায়েটে থাকুক সবুজ এই সবজি, উপকারিতা জানলে চমকে যাবেন

সমিতির মহিলারা জানান, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে তা সংকীর্তনের আসরে খরচ করেছি। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ প্রায় আট বছর ধরে এ সংকীর্তন চলছে। আগে তারা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা তুলে এই সংকীর্তনে টাকা জোগাড় করতেন, এখন লক্ষ্মীর ভাণ্ডার হাওয়ায় সেই টাকা তারা সংকীর্তনের কাজে ব্যবহার করতে পারেন। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।

advertisement

View More

ঝালদার আনন্দবাজার বৈষ্ণবপাড়ার মহিলা সমিতির এই নাম সংকীর্তন দীর্ঘ প্রায় আট বছর ধরে চলে আসছে। বিভিন্ন গ্রাম থেকে অনেকেই এই সংকীর্তনে অংশগ্রহণ করেন। এই তিনদিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। আর এবার তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এই সংকীর্তনের আয়োজন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। মহিলাদের এই আয়োজন দেখে যথেষ্ট সুনাম করেছেন এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এ কী করলেন মহিলারা! সকলে একেবারে অবাক! জানুন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল