এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার ঝালদার মহিলারা। ঝালদার আনন্দবাজার বৈষ্ণবপাড়ার মহিলা সমিতির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনদিন ব্যাপী চলেছে তাদের এই সংকীর্তন। কীর্তন জাগরনের মধ্যে দিয়ে তারা অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছে। ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগুলি থেকেও বহু মানুষ গভীর রাত পর্যন্ত হরি মন্দিরের এই নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুনঃ চিকেনের স্বাদ-মটনের শক্তি! বর্ষায় ডায়েটে থাকুক সবুজ এই সবজি, উপকারিতা জানলে চমকে যাবেন
সমিতির মহিলারা জানান, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে তা সংকীর্তনের আসরে খরচ করেছি। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ প্রায় আট বছর ধরে এ সংকীর্তন চলছে। আগে তারা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা তুলে এই সংকীর্তনে টাকা জোগাড় করতেন, এখন লক্ষ্মীর ভাণ্ডার হাওয়ায় সেই টাকা তারা সংকীর্তনের কাজে ব্যবহার করতে পারেন। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।
ঝালদার আনন্দবাজার বৈষ্ণবপাড়ার মহিলা সমিতির এই নাম সংকীর্তন দীর্ঘ প্রায় আট বছর ধরে চলে আসছে। বিভিন্ন গ্রাম থেকে অনেকেই এই সংকীর্তনে অংশগ্রহণ করেন। এই তিনদিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। আর এবার তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে এই সংকীর্তনের আয়োজন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। মহিলাদের এই আয়োজন দেখে যথেষ্ট সুনাম করেছেন এলাকার মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি