Health Tips: চিকেনের স্বাদ-মটনের শক্তি! বর্ষায় ডায়েটে থাকুক সবুজ এই সবজি, উপকারিতা জানলে চমকে যাবেন

Last Updated:
Health Tips: সবুজ শাক-সবজি স্বাস্থ্যের পক্ষে সব সময়ই উপকারী। চিকিৎসকরা সব সময়ই রোগ নিরাময়ের থেকে প্রতিরোধের উপর বেশি জোর দিতে বলেন। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সবুজ শাক-সবজি বা ফলমূলের বিকল্প প্রায় নেই।
1/9
*সবুজ শাক-সবজি স্বাস্থ্যের পক্ষে সব সময়ই উপকারী। বিশেষত তা যদি হয় মরশুমি, তবে তো কথাই নেই। চিকিৎসকরা সব সময়ই রোগ নিরাময়ের থেকে প্রতিরোধের উপর বেশি জোর দিতে বলেন। আর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সবুজ শাক-সবজি বা ফলমূলের বিকল্প প্রায় নেই বললেই চলে। সংগৃহীত ছবি।
*সবুজ শাক-সবজি স্বাস্থ্যের পক্ষে সব সময়ই উপকারী। বিশেষত তা যদি হয় মরশুমি, তবে তো কথাই নেই। চিকিৎসকরা সব সময়ই রোগ নিরাময়ের থেকে প্রতিরোধের উপর বেশি জোর দিতে বলেন। আর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সবুজ শাক-সবজি বা ফলমূলের বিকল্প প্রায় নেই বললেই চলে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*প্রতি বছর বর্ষাকালে কাঁকরোলের চাহিদা থাকে বাজারে। সারা ভারতেই এই কাঁকরোলের উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মানুষও এই সবজির খেতে পছন্দ করেন। সংগৃহীত ছবি।
*প্রতি বছর বর্ষাকালে কাঁকরোলের চাহিদা থাকে বাজারে। সারা ভারতেই এই কাঁকরোলের উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মানুষও এই সবজির খেতে পছন্দ করেন। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*স্বাদের পাশাপাশি কাঁকরোলের পুষ্টিগুণ প্রচুর। সাধারণত বনাঞ্চলেই ফলে এই ফসল। তবে চাহিদা থাকায় এখন চাষিরা নিচু জমিতে চাষ করছেন কাঁকরোল। সংগৃহীত ছবি।
*স্বাদের পাশাপাশি কাঁকরোলের পুষ্টিগুণ প্রচুর। সাধারণত বনাঞ্চলেই ফলে এই ফসল। তবে চাহিদা থাকায় এখন চাষিরা নিচু জমিতে চাষ করছেন কাঁকরোল। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*কাঁকরোলের স্বাদ একেবারে অন্যধরনের। কাঁকরোল ভাজা খাওয়ার পাশাপাশি তরকারি বা ভাপা বানিয়েও খান অনেকে। অনেকেই বলেন কাঁকরোল ভাল করে কষিয়ে রান্না করলে তা নাকি চিকেনের মতো খেতে লাগে, আর তা থেকে প্রাপ্ত শক্তি মটনের মতো। সংগৃহীত ছবি।
*কাঁকরোলের স্বাদ একেবারে অন্যধরনের। কাঁকরোল ভাজা খাওয়ার পাশাপাশি তরকারি বা ভাপা বানিয়েও খান অনেকে। অনেকেই বলেন কাঁকরোল ভাল করে কষিয়ে রান্না করলে তা নাকি চিকেনের মতো খেতে লাগে, আর তা থেকে প্রাপ্ত শক্তি মটনের মতো। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*বাজারে প্রতি বছরই এই ফসলের দাম ওঠানামা করে। তবে কৃষকরা দাবি করছেন,বর্ষায় কাঁকরোলের ফলন ভাল হয়। সংগৃহীত ছবি।
*বাজারে প্রতি বছরই এই ফসলের দাম ওঠানামা করে। তবে কৃষকরা দাবি করছেন,বর্ষায় কাঁকরোলের ফলন ভাল হয়। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*ছোট গোলাকার এই সবজির গায়ে কাঁটার মতো আস্তরণ থাকে। অনেকটা উচ্ছে বা করলার মতো। তবে এর স্বাদ একেবারেই তার থেকে আলাদা। সংগৃহীত ছবি।
*ছোট গোলাকার এই সবজির গায়ে কাঁটার মতো আস্তরণ থাকে। অনেকটা উচ্ছে বা করলার মতো। তবে এর স্বাদ একেবারেই তার থেকে আলাদা। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*কাঁকরোলে রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। তার ফলে বর্ষাকালে হওয়া নানা ধরনের সংক্রমণ, সর্দি, কাশির সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় মানবশরীরকে। সংগৃহীত ছবি।
*কাঁকরোলে রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। তার ফলে বর্ষাকালে হওয়া নানা ধরনের সংক্রমণ, সর্দি, কাশির সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় মানবশরীরকে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*মাথাব্যথা, কান ব্যথা, পক্ষাঘাত, চোখের সমস্যা, হিস্টিরিয়ার জন্য এই সবজি উপকারী। সংগৃহীত ছবি।
*মাথাব্যথা, কান ব্যথা, পক্ষাঘাত, চোখের সমস্যা, হিস্টিরিয়ার জন্য এই সবজি উপকারী। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই সবজি খেলে আরাম পেতে পারেন। চুলকানির হাত থেকে রক্ষা করার পাশাপাশি কাঁকরোল গর্ভবতী মহিলাদের ও শিশুর বৃদ্ধির জন্য খুবই সহায়ক। সংগৃহীত ছবি।
*কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই সবজি খেলে আরাম পেতে পারেন। চুলকানির হাত থেকে রক্ষা করার পাশাপাশি কাঁকরোল গর্ভবতী মহিলাদের ও শিশুর বৃদ্ধির জন্য খুবই সহায়ক। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement