এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমাদের সমাজে মায়েরা এগিয়ে থাকলে সবাই এগিয়ে থাকে। সরকার মায়েদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে হাজার টাকা করেছে। এতে আমাদের মহিলা সমাজ ভীষণভাবে আপ্লুত। পরিবারের কল্যাণের জন্য , এলাকার কল্যাণের জন্য মায়েরা, স্থানীয় মহিলারা নিজেরা চাঁদা তুলে এই পুজো করছে। ” লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির আনন্দে আয়োজিত এই লক্ষ্মী পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গ্রামের মহিলারাও। রাজ্য সরকারেরএই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই আয়োজন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: দিঘা, মন্দারমণি, তাজপুর নয়! দিঘার খুব কাছে খুব সস্তায় এই নির্জন সমুদ্রে বেড়াতে যান! জানুন বিস্তারিত
লক্ষীর ভান্ডারের ব্যানার টাঙিয়ে, তার সামনে লক্ষ্মী প্রতিমা রেখে পুজোর আয়োজন করে গ্রামের মানুষেরা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামে আয়োজিত এই লক্ষ্মীপুজো প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন, “আমরা লক্ষী ভান্ডার ৫০০ টাকা করে পেতাম কিন্তু এ মাস থেকে হাজার টাকা করে পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এই জন্যই আমরা মহিলারা মিলে চাঁদা তুলে এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি।”
আরও পড়ুন: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!
প্রসঙ্গত সরকারের ঘোষণা মত এপ্রিল মাস থেকে বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে হয়েছে ১০০০ টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকায়। আর যার জেরে খুশি হয়েই ধনদেবীর পুজোর আয়োজন করলো আষ্টে কুড়ি গ্রামের গ্রামবাসীরা।
বনোয়ারীলাল চৌধুরী