TRENDING:

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক

Last Updated:

Lakshmir Bhandar: যেমন কথা তেমন কাজ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ৫০০ নয়, ১০০০ টাকা! তাই বলে এমন কাণ্ড ঘটবে ভাবার বাইরে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: অসময়ে চাঁদা তুলে লক্ষ্মীর আরাধনা। সারা বছর দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। তবে সাধরণত প্রতিমা এনে লক্ষ্মী পুজো হতে দেখা যায় কোজাগরী লক্ষ্মী পুজোর সময়।এবার অসময়ে লক্ষ্মী প্রতিমা এনে পুজোর আনন্দে মেতে উঠলেন পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলারা।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ মেতে উঠলেন দেবী লক্ষীর আরাধনায়। মুকসিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে চাঁদা তুলে লক্ষ্মীপুজোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই লক্ষী পুজোর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে জানেন ? রাজ্য সরকারের ঘোষণা মত বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর সেই টাকা বাড়ার আনন্দে লক্ষ্মী আরাধনার ব্যবস্থা করেন আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ।
advertisement

এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমাদের সমাজে মায়েরা এগিয়ে থাকলে সবাই এগিয়ে থাকে। সরকার মায়েদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে হাজার টাকা করেছে। এতে আমাদের মহিলা সমাজ ভীষণভাবে আপ্লুত। পরিবারের কল্যাণের জন্য , এলাকার কল্যাণের জন্য মায়েরা, স্থানীয় মহিলারা নিজেরা চাঁদা তুলে এই পুজো করছে। ” লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির আনন্দে আয়োজিত এই লক্ষ্মী পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গ্রামের মহিলারাও। রাজ্য সরকারেরএই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই আয়োজন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: দিঘা, মন্দারমণি, তাজপুর নয়! দিঘার খুব কাছে খুব সস্তায় এই নির্জন সমুদ্রে বেড়াতে যান! জানুন বিস্তারিত

লক্ষীর ভান্ডারের ব্যানার টাঙিয়ে, তার সামনে লক্ষ্মী প্রতিমা রেখে পুজোর আয়োজন করে গ্রামের মানুষেরা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামে আয়োজিত এই লক্ষ্মীপুজো প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন,  “আমরা লক্ষী ভান্ডার ৫০০ টাকা করে পেতাম কিন্তু এ মাস থেকে হাজার টাকা করে পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এই জন্যই আমরা মহিলারা মিলে চাঁদা তুলে এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি।”

advertisement

View More

আরও পড়ুন: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!

প্রসঙ্গত সরকারের ঘোষণা মত এপ্রিল মাস থেকে বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে হয়েছে ১০০০ টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকায়। আর যার জেরে খুশি হয়েই ধনদেবীর পুজোর আয়োজন করলো আষ্টে কুড়ি গ্রামের গ্রামবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল