TRENDING:

Taekwondo: বাংলার বছর ৫২-র লক্ষ্মী নারায়ণ দাস যাচ্ছেন ভারতের হয়ে তাইকোন্ডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে

Last Updated:

World Taekwondo Championship: বাংলার বছর ৫২-র লক্ষ্মী নারায়ণ দাস যাচ্ছেন ভারতের হয়ে বিশ্ব তাইকোন্ডো পুমসে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। চলতি মাসেই হংকং এর উদ্দেশে রওনা দেবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বাংলার বছর ৫২-র লক্ষ্মী নারায়ণ দাস যাচ্ছেন ভারতের হয়ে বিশ্ব তাইকোন্ডো পুমসে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। চলতি মাসেই হংকং এর উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ছোটবেলা থেকেই বিশেষ আগ্রহের সঙ্গে নিজেকে দক্ষ করে তুলেছেন উত্তর ২৪ পরগনার ইছাপুরের এই বাসিন্দা।
advertisement

বর্তমানে তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত। তবু তার ধ্যান জ্ঞান সবকিছুই যেন এই তাইকোন্ডো। কর্মক্ষেত্র থেকে ফিরে অবসর সময় পেলেই করেন প্র্যাকটিস। তবে এখন যেন আরও বেড়ে গিয়েছে তার এই প্রশিক্ষণের সময়। কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ হিসেবে বিভিন্ন দেশের প্রতিযোগিরা থাকলেও তাদের মধ্যে নিজেকে সেরা প্রমাণিত করার লড়াইয়ে যেন নিজের মনোবল আরও শক্ত করে নিচ্ছেন এই বছর ৫২ লক্ষী নারায়ন দাস।

advertisement

অনূর্ধ্ব ৬০ বছরের ক্যাটাগরিতে এবার দেশের হয়ে পদক ছিনিয়ে নিয়ে আসার ইচ্ছে রয়েছে এই প্রতিযোগীর। তার এই স্বপ্ন পূরণে সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরিবারও। অতীতে, দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের সুযোগ আসলেও, কর্মক্ষেত্র থেকে অনুমতি না মেলায় হাতছাড়া হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ।

আরও পড়ুনঃ KKR News: কেকেআর রাখেনি দলে! ৫ বলে ১১ উইকেট নিল সেই বোলার, নিলামে তাকে নিয়ে উঠবে ঝড়!

advertisement

তবে এবার অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন প্রস্তুতি। চলতি বছরে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া তাইকোন্ডো পরিচালিত চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পান লক্ষ্মী নারায়ণ বাবু। এখন তার একটাই লক্ষ্য দেশের হয়ে খেতাব যেতা। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন এই প্রতিযোগী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Taekwondo: বাংলার বছর ৫২-র লক্ষ্মী নারায়ণ দাস যাচ্ছেন ভারতের হয়ে তাইকোন্ডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল