TRENDING:

লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি, শিল্পীর হাতের কাজের ঝলক দেখুন

Last Updated:

Lakshmi Idol: পেশায় মৃৎশিল্পী লক্ষ্মী পাল। নিজের বাড়িতে তৈরি করেছেন ছোট্ট এক কর্মশালা। পাইকারি বাজার থেকে শুরু করে খুচরো দোকান, সর্বত্রই এই শিল্পীর প্রতিমা দারুণভাবে বিক্রি হয়। এই বছর জার্মানি পৌঁছে গিয়েছে তাঁর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরীঃ কাটোয়ায় লক্ষ্মীর হাতেই তৈরি হয় লক্ষ্মী প্রতিমা। পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটের বসন্তপল্লীর বাসিন্দা লক্ষ্মী পাল। একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তিনি। কোনও শিল্প বিদ্যালয়ে প্রশিক্ষণ নয়, শুধু নিষ্ঠা ও পরিশ্রমই তাঁর হাতের জাদুর উৎস। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তাঁর মাটির সঙ্গে ‘যুদ্ধ’। তবুও ক্লান্তি নেই, অভিযোগ নেই। কারণ এই মাটিই এখন তাঁর জীবনের ভরসা, সংসারের আশা।
advertisement

পেশায় মৃৎশিল্পী লক্ষ্মী পাল। নিজের বাড়িতেই তৈরি করেছেন ছোট্ট এক কর্মশালা। ছাঁচে মাটি ঢালা থেকে শুরু করে প্রতিমা শুকানো, রঙ তোলা, চোখ আঁকা, ডাকের সাজ পরানো, সবই করেন নিজের হাতে। তাঁর নিখুঁত হাতের ছোঁয়ায় আজ প্রাণ পাচ্ছে হাজার হাজার মাটির লক্ষ্মী প্রতিমা।

আরও পড়ুনঃ ইছামতীর স্বচ্ছতা ফেরাতে অ্যাকশনে ৩ পুরসভা! দুর্গাপুজো মিটতেই বসিরহাটে যা হচ্ছে… নিজের চোখেই দেখুন

advertisement

লক্ষ্মীদেবী বলেন, সংসারের হাল ফেরাতে এই কাজ শুরু করেছিলাম। এখন অনেকটাই ভাল জায়গায় আছি। এই কাজ করেই এখন উপার্জন হয়। আমার তৈরি প্রতিমা বিভিন্ন জায়গায় যায়, এতে আমারও খুব ভাললাগে। লক্ষ্মীপুজোকে সামনে রেখে প্রতিবছর এই শিল্পীর ঘরে চরম ব্যস্ততা থাকে। তৈরি হয় হাজার হাজার প্রতিমা। তাঁর তৈরি প্রতিমার চাহিদা সবসময় তুঙ্গে থাকে। পাইকারি বাজার থেকে শুরু করে খুচরো দোকান, সর্বত্রই লক্ষ্মী পালের প্রতিমা দারুণভাবে বিক্রি হয়।

advertisement

View More

শুধু জেলার মধ্যে নয়, রাজ্যের বাইরেও শিল্পী লক্ষ্মী পালের প্রতিমা পাড়ি দেয়। এই বছর জার্মানিতেও পৌঁছে গিয়েছে তাঁর হাতে গড়া লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মীদেবীর স্বামী ভোলানাথ পাল বলেন, বিভিন্ন জেলায় এই মূর্তি যায়। এবার মুম্বই, এমনকি জার্মানিতেও পৌঁছে গিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

লক্ষ্মীপুজোর আগে প্রতিবছর দারুণ চাহিদা থাকে। লক্ষ্মীর পাশাপাশি সরস্বতী, গণেশ, বিশ্বকর্মা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করেন গড়েন লক্ষ্মীদেবী। নিজের চেষ্টায় অভাবের সংসারেই গড়ে তুলেছেন সাফল্যের গল্প। আগে স্বামী ভোলানাথবাবু সোনা-রুপোর দোকানে কাজ করতেন। তবে এখন তিনি স্ত্রীর এই কাজেই হাত লাগান। একসঙ্গে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দু’জনে কাজ করেন। লক্ষ্মী পালের সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত লড়াইয়ের গল্প নয়, এটি প্রতিটি পরিশ্রমী নারীর গল্প, যারা অভাবকে হারিয়ে নিজের হাতে গড়ে তুলেছেন নিজের ভাগ্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি, শিল্পীর হাতের কাজের ঝলক দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল