Ichamati River: ইছামতীর স্বচ্ছতা ফেরাতে অ্যাকশনে ৩ পুরসভা! দুর্গাপুজো মিটতেই বসিরহাটে যা হচ্ছে... নিজের চোখেই দেখুন

Last Updated:

Ichamati River: বারোয়ারি, পারিবারিক ও আবাসনের পুজো মিলিয়ে মহকুমাজুড়ে কয়েক হাজার পুজো আয়োজিত হয়। বসিরহাট পুলিশ জেলায় প্রায় দেড় হাজার ছোট, মাঝারি ও বড় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপুজো মিটতেই ইছামতীতে স্বচ্ছতা ফেরাতে বসিরহাটে কাঠামো তোলার তৎপরতা শুরু হয়েছে।

+
ইছামতী

ইছামতী নদী থেকে প্রতিমার কাঠামো তোলা হচ্ছে

বসিরহাট, জুলফিকার মোল্যাঃ ইছামতীতে স্বচ্ছতা ফেরাতে বসিরহাটে কাঠামো তোলার তৎপরতা। বসিরহাট মহকুমায় ইছামতী, ডাসা, গৌড়েশ্বর ও বিদ্যাধরী সহ একাধিক নদীর ঘাট থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। নদী ও পরিবেশ দূষণ রোধে বসিরহাট মহকুমা প্রশাসন ও পুরসভাগুলি এই তৎপরতা শুরু করেছে।
বাদুড়িয়া, বসিরহাট এবং টাকি- এই তিন পুরসভার কর্মীরা সকাল থেকেই নদীগুলিকে দূষণমুক্ত করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাঠামো তোলার কাজে নেমে পড়েছেন। নদী দূষণ রুখতে আগে থেকেই পুরসভাগুলি উদ্যোগী হয়েছিল। সেই পরিকল্পনা অনুসারে বসিরহাট, বসিরহাট শ্মশান ঘাট, বোর্ড ঘাট, বাদুড়িয়ার তারাগুনিয়া সহ বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকের নদী ঘাটগুলিতে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মাছ ভেবে জাল ধরে টান, বেরিয়ে এল কুমির! নদীতে গিয়ে মর্মান্তিক পরিণতি মৎসজীবীর, নিখোঁজ আরও এক
বারোয়ারি, পারিবারিক ও আবাসনের পুজো মিলিয়ে মহকুমাজুড়ে কয়েক হাজার পুজো আয়োজিত হয়। বসিরহাট পুলিশ জেলায় প্রায় দেড় হাজার ছোট, মাঝারি ও বড় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পূজার পরে প্রতিমার গায়ে ব্যবহৃত রাসায়নিক রং, বস্ত্র, বিভিন্ন প্লাস্টিক, বিচুলি কাঠ সহ উপাদানগুলি নদীজলে মিশে যাতে পরিবেশ দূষণ না ঘটায়, সেই বিষয়টি নিশ্চিত করতে কর্মীরা কাজ করছেন। এই ক্ষতিকর পদার্থগুলি দ্রুত নদী থেকে তুলে ফেলতে প্রথম দিন থেকেই বিভিন্ন ঘাটে কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভা এবং ব্লক প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে যাতে কোনও ভাবেই নদীতে বর্জ্য না ফেলা হয়। প্রতিমা বিসর্জনের পরপরই দ্রুত কাঠামো তুলে ফেলার এই পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে। নদীগুলির স্বাভাবিক প্রবাহ এবং জলজ বাস্তুতন্ত্র সুরক্ষিত রাখতে এই ধরণের উদ্যোগের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি বলে মনে করছে পরিবেশপ্রেমী মহল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ichamati River: ইছামতীর স্বচ্ছতা ফেরাতে অ্যাকশনে ৩ পুরসভা! দুর্গাপুজো মিটতেই বসিরহাটে যা হচ্ছে... নিজের চোখেই দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement