TRENDING:

Lakshman Seth marriage: ৭৮-এ লক্ষণের মন জিতলেন কলকাতার মানসী, কে তিনি? দেখুন নবদম্পতির প্রথম ছবি

Last Updated:

২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক ও হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: সুখবরটা আগেই দিয়েছিলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷ কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছেন তিনি৷ এবার সামনে এল নবদম্পতির ছবিও৷
লক্ষণ-মানসীর মালাবদল!
লক্ষণ-মানসীর মালাবদল!
advertisement

লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে৷ কলকাতার বাসিন্দা মানসী শহরের একটি পাঁচতারা হোটেলের শীর্ষ পদে রয়েছেন৷ কলকাতার এক পরিচিতের মাধ্যমেই মানসীর সঙ্গে আলাপ হয় লক্ষণের৷ এর পরেই বিয়ের সিদ্ধান্ত৷

আরও পড়ুন: ৭৮-এ নতুন ইনিংসের শুরু, দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ! পাত্রী কে?

কয়েকদিন আগে কলকাতাতেই আইনি ভাবে চার হাত এক হয় লক্ষণ-মানসীর৷ একটি ঘরোয়া অনুষ্ঠানে মালাবদলও করেন দু জন৷ প্রথমে বিয়ের কথা স্বীকার করলেও নতুন স্ত্রীর পরিচয় গোপন রেখেছিলেন লক্ষণ শেঠ৷ শেষ পর্যন্ত অবশ্য নবদম্পতির মালাবদল এবং বিয়ের পরমুহূর্তের ছবি সামনে চলেই এল৷

advertisement

সিপিএমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা এবং তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

advertisement

লক্ষণ শেঠ জানিয়েছেন, কলকাতায় খুব শিগগিরই বিয়ের প্রীতিভোজ উপলক্ষে একটি অনুষ্ঠান করবেন তিনি৷ সেখানে নিজের বর্তমান দল কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন৷ এর পর নিজের শহর হলদিয়াতে ফিরেও বউভাতের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাঁর৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

লক্ষণ শেঠের দ্বিতীয় বিয়ের খবর পৌঁছেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের কানেও৷ খবর পেয়েই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মদন৷ নিজস্ব কায়দাতেই বলেছেন, ‘বয়স যত বাড়ে, প্রেম তত বাড়ে৷ লক্ষণদা বউভাতে নিমন্ত্রণ করলে লাল গোলাপ নিয়ে যাব৷ লক্ষণদাকে বলব, ও লাভলি!’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshman Seth marriage: ৭৮-এ লক্ষণের মন জিতলেন কলকাতার মানসী, কে তিনি? দেখুন নবদম্পতির প্রথম ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল