Lakshman Seth second marriage: ৭৮-এ নতুন ইনিংসের শুরু, দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ! পাত্রী কে?

Last Updated:

২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷

দ্বিতীয় বিয়ে করলেন লক্ষণ শেঠ৷
দ্বিতীয় বিয়ে করলেন লক্ষণ শেঠ৷
হলদিয়া: কয়েক দিন ধরেই হলদিয়া জুড়ে কানাঘুষো খবর ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু অনেকেই এই খবরকে নিছক গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য সব ধোঁয়াশা কাটিয়ে লক্ষণ শেঠ নিজেই সুখবরটা দিলেন নিউজ ১৮ বাংলাকে৷ তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ এবং বর্তমান কংগ্রেস নেতা নিজেই জানিয়েছেন, কয়েকদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি৷
লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
advertisement
যদিও এই মুহূর্তে নিজের দ্বিতীয় স্ত্রীর পরিচয় বা বিয়ের ছবি প্রকাশ করেননি লক্ষণ শেঠ৷ তবে প্রাক্তন সাংসদ জানিয়েছেন, কয়েকদিন আগেই এক বন্ধুর মাধ্যমে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ কয়েকদিনের আলাপেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দু জনে৷ লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রী কলকাতার একটি নামী পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত বলেও জানা গিয়েছে৷
advertisement
তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর আগেই লক্ষণ শেঠকে বহিষ্কার করেছিল সিপিএম৷ লক্ষণকে বহিষ্কার করায় দল ছাড়েন তমালিকাও৷ তমালিকার মৃত্যুর পর তাঁর জন্মদিন পালন সহ স্ত্রীর মৃত্যুর স্মৃতিতে কবিতা সম্মেলন সহ নানা ধরনের অনুষ্ঠান পালন করেছেন লক্ষণ শেঠ৷ নিজে আলাদা রাজনৈতিক দলও তৈরি করেছিলেন৷ এর পর বিজেপি-তে যোগ দেন তিনি৷
তবে বিজেপি-তেও বেশি দিন থাকেননি লক্ষণ৷ যোগ দেন কংগ্রেসে৷ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন তিনি৷
advertisement
লক্ষণ শেঠ জানিয়েছেন, নববিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব শিগগিরই হলদিয়ায় ফিরবেন তিনি৷ তবে বিয়ে গোপনে সারলেও খুব শিগগিরই কলকাতা এবং হলদিয়ায় বড় করেই বিয়ের রিসেপসন অনুষ্ঠান সারবেন নবদম্পতি৷ প্রথম স্ত্রী তমালিকার সঙ্গেও প্রেম করেই বিয়ে হয়েছিল লক্ষণ শেঠের৷
হলদিয়ায় ডেন্টাল মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন লক্ষণ শেঠ৷ প্রাক্তন সাংসদের আশা, বিশাল এই কর্মকাণ্ডের দেখভালেও তাঁকে সাহায্য করতে পারবেন ম্যানেজমেন্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তাঁর নববিবাহিতা স্ত্রী৷
advertisement
কয়েক বছর আগে লক্ষণ শেঠের বর্তমান দল কংগ্রেসের আর এক প্রবীণ নেতা দ্বিগবিজয় সিং-ও প্রায় সত্তরের কোঠায় দ্বিতীয় বিয়ে করেছিলেন৷ দিন কয়েক আগে ৫৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা আশিস বিদ্যার্থী৷ তাঁদের সবাইকে অবশ্য ছাপিয়ে গেলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Lakshman Seth second marriage: ৭৮-এ নতুন ইনিংসের শুরু, দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ! পাত্রী কে?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement