উত্তরপাড়া পুরসভার পরিচালিত মহামায়া হাসপাতাল, উত্তরপাড়া পুরসভা এবং উত্তরপাড়া পুরসভার একটি সেরিমানি হল ভোরের আলো এই সকল জায়গায় সৌর বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে। এমনই ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। মোট ৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে পুরসভা কে এই সৌরবিদ্যুৎ এর প্যানেল ইনস্টলেশন করার জন্য। যার ফলে প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল সাশ্রয় হবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুরসভার বিভিন্ন ক্ষেত্রে।
advertisement
পুরসভা সূত্রে খবর, প্রতিমাসে পুরসভা কে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ব্যয় করতে হয় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা। মহামায়া হাসপাতালের বিল আসে দেড় থেকে দুই লক্ষ টাকা। প্রতিমাসে পুরসভার বিল আসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ভোরের আলোর বিল আসে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা। পুরসভার অন্যান্য সরকারি দফতরের বিল বাবদ আসে দুই থেকে আড়াই লক্ষ টাকা। এই ব্যাপক পরিমাণ টাকা শুধুমাত্র বিদ্যুৎ বিল বাবদ ব্যয় করতে হয় পুরোসভাকে। এখানে প্রতি মাসে সৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে মাসিক ২৭০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবে তাদের সৌর প্যানেল গুলি। যার আনুমানিক ৫ লক্ষ ৬৭ হাজার টাকার বিদ্যুতের সমান। যার ফলে যে ব্যাপক পরিমাণ টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ খরচা করতে হতো তার থেকে সাশ্রয় পাবে পুরসভা।
এ বিষয়ে পুরসভার পুরো প্রধান দিলীপ যাদব তিনি বলেন, রাজ্য সরকার পাঁচটি পুরসভা ও একটি পুরোনিগমকে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছে উত্তরপাড়া পৌরসভা। ইতিমধ্যেই তিনটি কিস্তির টাকাতে প্রায় ৯০% মতন কাজে এগিয়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সৌর বিদ্যুৎ পরিচালিত হলে প্রতি মাসে যে বিপুল অংকের টাকা ব্যয় করতে হয় বিদ্যুৎ বিল বাবদ তার থেকে রেহাই পাবে পুরসভা। Rahee Halder