TRENDING:

Dilip Ghosh Reaction: ক্ষমা চাইলেন না! 'ওর নেতাগিরি ঘুচিয়ে দেব', কুর্মিদের পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের

Last Updated:

নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে৷ পাল্টা বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: আপত্তিকর মন্তব্যের জের। দিলীপ ঘোষের বাংলোয় ‘হামলা’ কুরমিদের। ‘কাপড় খোলা’র হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ৷ সেই মন্তব্যের প্রতিবাদেই অজিত মাহাতর নেতৃত্বে বিক্ষোভ চালান কুর্মিরা৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে৷ পাল্টা বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের৷
বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
advertisement

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন বলেন, ‘৫০ হাজার লোক  নিয়ে আসবে বলে ২০০ লোক নিয়ে এসেছে৷ কারণ ওদের পিছনে লোক নেই৷ আমাদের লোক আছে, আমরাও আটকাতে পারতাম৷ ও (অজিত মাহাত) আমার কাছে ক্ষমা চাক৷ কেন আমার বাড়িতে এসেছে মদ মাতালদের নিয়ে? ওর নেতাগিরি আমি ঘুচিয়ে দেব৷ ওর মতো যতো চোর দালালনেতা আছে সবার মুখোশ আমি খুলে দেব৷’

advertisement

আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা

আগে থেকে বলেই দিলীপ ঘোষের বাংলোয় হামলা চালাল কুর্মিরা৷ ‘কাপড় খোলা’র হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ৷ সেই মন্তব্যের প্রতিবাদেই অজিত মাহাতর নেতৃত্বে বিক্ষোভ চালান কুর্মিরা৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে৷ আজ বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতা ফেরার কথা দিলীপের৷ তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ ধুন্ধুমার বিক্ষোভের পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ৷ রাজনৈতিক চক্রান্তের কারণে হামলা বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ৷

advertisement

সোমবার সকালে খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। ক্ষমতা থাকলে শ্রীকান্ত মাহাতকে পদত্যাগ করাক। যত মাহাত সাংসদ, বিধায়ক আছে তাঁদের রিজাইন করাক। ” এরপরেই ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন কুর্মিরা। সেটাই ঘটল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

শঙ্কর রাই

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh Reaction: ক্ষমা চাইলেন না! 'ওর নেতাগিরি ঘুচিয়ে দেব', কুর্মিদের পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল