এদিন সকাল ন’টায় মাতৃ মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে বলে আগেই জানা গিয়েছিল। সন্ধি পুজোর সময় বিকেল ৫ঃ৪৩ মিনিট এবং মায়ের সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে ৬:৪৫ মিনিটে। প্রতি বছরের মতো এই বছরও মা সারদার পবিত্র জন্মভিটেতে কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন এই রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি ও তিথি মেনে জয়রামবাটিতে মা সারদার পবিত্র জন্মস্থানে শুরু হয় কুমারী পুজো।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা
দীর্ঘদিনের রীতি মেনে আজ অষ্টমীতে সকাল ৯টায় তিথি মেনে কুমারী পুজো শুরু হয়। এবার কুমারী রূপে পূজিতা হবে নিশিকা বন্দ্যোপাধ্যায়। এদিন কুমারী পুজোর আগে মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, ১৯২৫ সালে একটি পটের মাধ্যমে জয়রামবাটি মাতৃ মন্দিরে প্রথম দুর্গাপূজা শুরু হয়। ১৯৩২ সাল থেকে মাটির প্রতিমা তৈরি করে আনুষ্ঠানিকভাবে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১০১ বছরে পদার্পণ করল এই পুজো। মাতৃ মন্দির চত্বরে ভক্তরা আসতে শুরু করেছেন।