TRENDING:

Kultali murder post mortem report: ধর্ষণ করেই খুন কুলতলির নাবালিকা! ময়নাতদন্ত রিপোর্টে মিলল নৃশংস অত্যাচারের প্রমাণ

Last Updated:

গত ৪ অক্টোবর বিকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় কুলতলির বাসিন্দা ওই নাবালিকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: অভিযোগকে সত্যি প্রমাণিত করেই দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে নিহত নাবালিকাকে খুনের আগে যৌন নির্যাতনের প্রমাণ মিলল৷ চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্টেই এই প্রমাণ মিলেছে৷ ময়না তদন্তের রিপোর্টে নাবালিকাকে খুনের আগে নৃশংস অত্যাচারের স্পষ্ট প্রমাণ উঠে এসেছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গত ৪ অক্টোবর বিকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় কুলতলির বাসিন্দা ওই নাবালিকা৷ গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্ষেতের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়৷ ঘটনায় মূল অভিযুক্তকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ পায় পুলিশ৷

আরও পড়ুন: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য

advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিনই তুমুল উত্তেজনা ছড়ায় কুলতলিতে৷ প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছিলেন নাবালিকার পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা৷ ময়নাতদন্তের জন্য নাবালিকার দেহ কলকাতার কাঁটাপুকুর মর্গে নিয়ে আসা হয়৷

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ওই নাবালিকাকে বল পূর্বক বা জোর করে যৌন নিগ্রহ করা হয়। এমন ক্ষত মিলেছে ময়না তদন্তে। উল্লেখ করা হয়েছে, বল পূর্বক যৌন নিগ্রহের কারণে যোনির পর্দা ছিঁড়ে গিয়েছিল। গলা ও মুখ চেপে শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয় বলেও ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে৷ পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে, খুনের আগে বল প্রয়োগ করার জন্য নাবালিকার শরীরে একাধিক আঘাতের প্রমাণ মিলেছে ময়নাতদন্ত রিপোর্টে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত এই মুহূর্তে পুুলিশ হেফাজতে রয়েছে৷ সে ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kultali murder post mortem report: ধর্ষণ করেই খুন কুলতলির নাবালিকা! ময়নাতদন্ত রিপোর্টে মিলল নৃশংস অত্যাচারের প্রমাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল