Purulia dead body recovery: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য

Last Updated:

খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷

কুমারী নদীর পাড়ে উদ্ধার তরুণীর দেহ৷
কুমারী নদীর পাড়ে উদ্ধার তরুণীর দেহ৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: নদীর পাড়ে বালির উপরে রক্তের দাগ দেখে সন্দেহ হয়েছিল এলাকার কয়েকজন বাসিন্দার৷ তাঁরাই খবর দেন পুলিশে৷ শেষ পর্যন্ত সেই রক্তের দাগ অনুসরণ করেই নদীর পাড় থেকে উদ্ধার হল বালি চাপা দেওয়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷ এ দিন সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছরের আশেপাশে৷ নিহতের মুখে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
advertisement
খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷ ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
advertisement
বরাবাজারের ফতেপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে কুমারী নদীর পাড়ে বালির উপরে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাবাজার থানার পুলিশ৷ রক্তের দাগ অনুসরণ করে নদীর পাড় বরাবর কিছুটা এগিয়ে যেতেই এক জায়গায় বালি চাপা দেওয়া অবস্থায় কিছু রয়েছে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের৷ এর পর সেই বালি সরাতেই তরুণীর দেহ উদ্ধার হয়৷ ওই তরুণীকে অন্যত্র খুন করেই রাতে দেহ কুমারী নদীর ধারে এসে বালি চাপা দিয়ে রেখে যাওয়া হয় বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ রহস্যের কিনারা করতে প্রথমে তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia dead body recovery: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement