Purulia dead body recovery: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: নদীর পাড়ে বালির উপরে রক্তের দাগ দেখে সন্দেহ হয়েছিল এলাকার কয়েকজন বাসিন্দার৷ তাঁরাই খবর দেন পুলিশে৷ শেষ পর্যন্ত সেই রক্তের দাগ অনুসরণ করেই নদীর পাড় থেকে উদ্ধার হল বালি চাপা দেওয়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷ এ দিন সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছরের আশেপাশে৷ নিহতের মুখে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
advertisement
খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷ ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
advertisement
বরাবাজারের ফতেপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে কুমারী নদীর পাড়ে বালির উপরে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাবাজার থানার পুলিশ৷ রক্তের দাগ অনুসরণ করে নদীর পাড় বরাবর কিছুটা এগিয়ে যেতেই এক জায়গায় বালি চাপা দেওয়া অবস্থায় কিছু রয়েছে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের৷ এর পর সেই বালি সরাতেই তরুণীর দেহ উদ্ধার হয়৷ ওই তরুণীকে অন্যত্র খুন করেই রাতে দেহ কুমারী নদীর ধারে এসে বালি চাপা দিয়ে রেখে যাওয়া হয় বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ রহস্যের কিনারা করতে প্রথমে তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 11:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia dead body recovery: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য