TRENDING:

Purulia News: রক্তদান সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে সারা ভারত ভ্রমন, শুনুন কি বলছেন তিনি

Last Updated:

Purulia News: রক্তদান মহৎ দান। তবুও রক্তদানে অনীহা থাকে অনেক মানুষের। রক্তের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কতখানি প্রয়োজন তা জনগণকে বোঝাতে সাইকেল নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা জয়দেব রাউত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রক্তদান মহৎ দান। তবুও রক্তদানে অনীহা থাকে অনেক মানুষের। রক্তের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কতখানি প্রয়োজন তা জনগণকে বোঝাতে সাইকেল নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা জয়দেব রাউত। প্রায় এক বছর আগে ২০২২ সালের পয়লা অক্টোবর তিনি যাত্রা শুরু করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করার পর বুধবার পুরুলিয়ার ঝালদায় পৌছান তিনি।
advertisement

ঝালদা সি সি এস পি ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে তিনি জানান,”নব প্রজন্মের ছেলেমেয়েদের রক্তদান সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করার উদ্দেশ্যেই তার এই সাইকেলে করে ভারত ভ্রমন।” রক্তের সংকট মেটাতে ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলেও জানান জয়দেব রাউত।

advertisement

মানুষের জীবনে রক্তের ঘাটতি মেটাতেই সুদূর কৃষ্ণনগর থেকে দীর্ঘ এক বছর ধরে সাইকেলে করে ভারতের বিভিন্ন প্রান্ত ছুটে চলেছেন জয়দেব রাউত। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্লাবের সদস্যরা। ‌পাশাপাশি তারা আগামী দিনে জয়দেব রাউতের পাশে থাকার কথাও বলেন।

View More

পুরুলিয়ায় পৌছতে তাকে ঘিরে উচ্ছাসও দেখা যায়। রক্তের সংকট মিটতে পারে যথাযথ রক্তদানের মাধ্যমে। তাই মানুষের মধ্যে রক্তের ভূমিকা নিয়ে সচেতনতার বার্তা নিয়ে ছুটে চলেছেন কৃষ্ণনগরবাসী জয়দেব রাউত। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রক্তদান সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে সারা ভারত ভ্রমন, শুনুন কি বলছেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল