ঝালদা সি সি এস পি ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে তিনি জানান,”নব প্রজন্মের ছেলেমেয়েদের রক্তদান সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করার উদ্দেশ্যেই তার এই সাইকেলে করে ভারত ভ্রমন।” রক্তের সংকট মেটাতে ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলেও জানান জয়দেব রাউত।
advertisement
মানুষের জীবনে রক্তের ঘাটতি মেটাতেই সুদূর কৃষ্ণনগর থেকে দীর্ঘ এক বছর ধরে সাইকেলে করে ভারতের বিভিন্ন প্রান্ত ছুটে চলেছেন জয়দেব রাউত। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্লাবের সদস্যরা। পাশাপাশি তারা আগামী দিনে জয়দেব রাউতের পাশে থাকার কথাও বলেন।
পুরুলিয়ায় পৌছতে তাকে ঘিরে উচ্ছাসও দেখা যায়। রক্তের সংকট মিটতে পারে যথাযথ রক্তদানের মাধ্যমে। তাই মানুষের মধ্যে রক্তের ভূমিকা নিয়ে সচেতনতার বার্তা নিয়ে ছুটে চলেছেন কৃষ্ণনগরবাসী জয়দেব রাউত। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শমিষ্ঠা ব্যানার্জি