জানা যায়, মৃত মাছ ব্যবসায়ীর বাড়ি দিগনগর বাজার এলাকাতেই। এরপর এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
জানা যাচ্ছে, বারবার আন্ডারপাস কিংবা ওভারপাসের দাবি জানিয়েও সুরাহা হয়নি। সেই কারণেই দুর্ঘটনায় একের পর এক প্রাণ যাচ্ছে। স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা পরপর দু’বার জাতীয় সড়ক অবরুদ্ধ করেন। যদিও পুলিশ প্রশাসন তাঁদের সাময়িক আশ্বস্ত করে এবং কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে দিন দিন জাতীয় সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। দু’দিন আগেই একটি স্করপিওর বেপরোয়া গতির কারণে বেঘোরে প্রাণ হারান এক ব্যক্তি। সেই সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারপর ফের জাতীয় সড়কে পরপর দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে পথচারী কিংবা বাইক আরোহীদের। এর মূল কারণ হিসেবে বিশ্লেষণ করে জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত গতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসন থেকে কড়া নিয়ম, মোটা অঙ্কের ফাইন কষলেও এক শ্রেণীর বেপরোয়া গাড়ি চালকদের হুঁশ ফিরছে না, যার খেসারত দিচ্ছে নিরীহ আমজনতা।






