TRENDING:

Krishnaganj Rural Hospital: আবর্জনায় ভর্তি সরকারি হাসপাতাল, প্রতিবাদ রোগীর পরিজনদের

Last Updated:

Krishnaganj Rural Hospital: ব্যস্ত হাসপাতালে সব সময়ে রোগীর চাপ থাকে, অথচ গোটা চত্বর নোংরা আবর্জনায় ভর্তি থাকে। এর ফলে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আবর্জনায় ভরে রয়েছে হাসপালাত চত্বর। প্রতিবাদে সরব হলেন রোগীদের পরিজনরা। নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ঘটনা। এই হাসপাতালের উপর নির্ভর করে কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, ভীমপুর, চাপড়ার বাসিন্দারা। এমনকি বাংলাদেশ থেকেও রোগীরা বহু সময় চিকিৎসা করাতে এখানে আসেন।
আবর্জনার মাঝেই বসে রয়েছেন রোগের আত্মীয়-স্বজনের
আবর্জনার মাঝেই বসে রয়েছেন রোগের আত্মীয়-স্বজনের
advertisement

এই ব্যস্ত হাসপাতালে সব সময়ে রোগীর চাপ থাকে, অথচ গোটা চত্বর নোংরা আবর্জনায় ভর্তি থাকে। এর ফলে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান। ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাঁরাও দেখেন বেশ কিছুদিন ধরে এই হাসপাতাল চত্বরের আবর্জনা পরিষ্কার করা হয়নি। এমনকি বিশ্রামাগার‌ও নোংরা আবর্জনায় ভর্তি।

আর‌ও পড়ুন: বীরভূমের প্রথম কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন কেন্দ্রের

advertisement

রোগীর পরিবারের দাবি, সাফাই কর্মী থাকা সত্বেও নোংরা করে রাখা হয়েছে হাসপাতাল। যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক মেডিকেল অফিসার অতনু মণ্ডলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্গন্ধ ছড়ানোর ঘটনা আজ সকালে জানা গিয়েছে এবং রোগীর আত্মীয়রা তার প্রতিবাদ করেছে। তবে এটি শুধুমাত্র সাফাই কর্মী না আসার কারণে। সাফাই কর্মী দেরি করে আসার কারণেই এই দুর্গন্ধ ছড়িয়েছে বলে জানিয়েছেন বিএমওএইচ অতনু মণ্ডল।

advertisement

View More

তিনি জানান ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, পরবর্তী দিন থেকে এই হাসপাতালে সময় মত সাফাই কর্মীরা আসবেন এবং সমস্ত নোংরা পরিষ্কার করে দেবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnaganj Rural Hospital: আবর্জনায় ভর্তি সরকারি হাসপাতাল, প্রতিবাদ রোগীর পরিজনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল