কখনও প্রাথমিক শিক্ষক পদে আবার কখনও সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল সিঁথি থানার কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত এক চাকরিপ্রার্থী। অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
জানা গেছে, গত ৪ জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মল্লেশ্বর সাহা পাড়া এলাকার বাসিন্দা পার্থসারথি সাহা তাঁর নিকট আত্মীয় পেশায় সিঁথি থানায় কর্মরত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পার্থ সারথি সাহা দাবি করেন সিঁথি থানায় কর্মরত অভিযুক্ত কনস্টেবল প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০২২ সাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবার কখনও নগদে তাঁর কাছ থেকে দফায় দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছেন।
এছাড়াও অভিযোগ পত্রে ওই কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এনেছেন অভিযোগকারী পার্থ সারথি সাহা। অভিযোগ চাকরী প্রার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত কখনও নিজের ইউপিআই ব্যবহার করেছেন, আবার কখনও স্ত্রী শম্পা সাহা এবং জনৈক গোপাল হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। অবিলম্বে অভিযুক্ত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন চাকরীপ্রার্থী পার্থ সারথি সাহা।