কোলাঘাটের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অতনু গুছাইতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কোলাঘাটে বিশাল বাড়ি। ঝাড়গ্রামে ফার্ম হাউস, হাওড়া জেলায় সুবিশাল বাড়ি-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে অতনুর জমি-জায়গা, সম্পত্তি। শুধু পূর্ব মেদিনীপুর নয়, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলা থেকেও চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত অতনু টাকা তুলেছেন বলে অভিযোগ। অতনু এবং তাঁর স্ত্রী মানসীর জীবনযাপন ছিল বিলাসবহুল।
advertisement
আরও পড়ুন : ইডি-র নজরে এ বার আনন্দপুরের এক আবাসন, রহস্য বাড়ছে তালাবন্ধ এক ফ্ল্যাট ঘিরে
আরও পড়ুন : ভোটে না জিতেই হয়েছিলেন মেয়র, আসানসোল উপনির্বাচনে এবার প্রার্থী বিধান উপাধ্যায়!
এলাকায় কেউ বাড়ি করলে ইমারতি দ্রব্য নিয়ে গেলে সেখানে অতনুকে কমিশন দিতে হত বলেও অভিযোগ এলাকাবাসীর । শোনা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই কোলাঘাটে আর দেখা যায় না অতনু এবং তাঁর স্ত্রীকে। তার উপর এখন মোবাইলও সুইচড অফ৷