অসময়ে বৃষ্টি হলে আরও ক্ষতি হবে সর্ষে চাষে, কারণ পোকা ধরতে পারে। মুলত, লক্ষণ হিসেবে পাতার দুই দিক অংশে সবুজাংশে ছোপ দেখা যায়। এর প্রতিকার হিসেবে কৃষি দফতর জানিয়েছে সঠিক সময়ে দিতে হবে নিরানী। তবে ছোপ দেখা দিলেই তুলে দিতে হবে সেই সমস্ত পাতা। পাতাতে হলদেটে বা বাদামি দাগ দেখতে পাওয়া যায়। এই ছত্রাকের আক্রমণ বেশি হলে ছড়িয়ে পড়তে পারে কান্ডতেও।
advertisement
আরও পড়ুন:৫০জন কৃষক পেলেন কৃষিকাজের যন্ত্রপাতি! কিভাবে আবেদন করলে আপনিও পাবেন, জানুন
পরবর্তীতে গাছের পাতা, শুটি, কাণ্ড ও ফলে গোলাকার গাঢ় বাদামি বা কালো দাগের সৃষ্টি হয়। রোগের প্রতিকার হিসেবে রোগ সহনশীল জাত ব্যবহার করতে হবে। সর্ষে ইত্যাদি জাতগুলো এ রোগ সহনশীল। সুস্থ সবল জীবাণু মুক্ত এবং প্রত্যয়িত বীজ বপন করতে হবে। পাশাপাশি, সর্ষের মাঠে সময়মতো আগাছা পরিষ্কার করতে হবে বিশেষ করে জমি পরিষ্কার করতে হবে। এছাড়াও স্প্রে করে সতেজ রাখতে হবে সর্ষে গাছকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৌশিক অধিকারী