আরও পড়ুন: ভিড়ের চাপে হ্যারি পটার জাদু নগরীতে প্রবেশ বন্ধ, বসে গেল প্যান্ডেল
তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। চন্দ্র মল্লিকায় সবচেয়ে বেশি ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। এর ফলে বাড়ন্ত গাছের নিচের দিকের পুরনো পাতায় প্রথমে এই রোগের লক্ষণ দেখা যায়। পাতার কিনারা থেকে ছোট ছোট গোলাকৃতির বাদামি দাগ শুরু হয় যা পরবর্তিতে বৃদ্ধি পায় এবং বাদামি রঙ পরিবর্তিত হয়ে কালো রঙের দাগে পরিণত হয়। অসময়ে বৃষ্টি এবং গাছে জল দেওয়ার সময় অতিরিক্ত জল গাছে লেগে গেলে খয়েরি-লাল-বাদামি দাগ দেখা যায়।
advertisement
জন্য গাছে নিয়মিত নজরদারি, আক্রান্ত পাতাগুলি পরিষ্কার করে আক্রান্ত গাছকে উপড়ে ফেলে নিরাপদ জায়গায় ফেলা প্রয়োজন। গাছের পাতায় জল না দিয়ে গোড়ায় জল দেওয়া উচিত। যাতে গাছের পাতা শুকনো থাকে এবং গাছের গোড়ায় জল না জমে। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করা উচিত। তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। এই পদ্ধতিতেই শীতের শুরুর আগেই বাগান প্রেমীরা যে চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তুলতে পারবেন।
জুলফিকার মোল্যা