খেলা পারে ছোট ছোট ছেলেদের মাঠমুখী করতে। শুধু তাই নয়, কেমব্রিজ ডিউজের জায়গায় বর্তমানে টেনিস ক্রিকেটেরও ভবিষ্যত তৈরি হয়েছে। যুব প্রজন্মকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে বেশ কয়েকজন যুবক মিলে বেশ কয়েক বছর ধরেই আয়োজন করছে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। রয়েছে লক্ষাধিক টাকা পুরস্কার।
বর্তমান দিনের সকলেই মোবাইলমুখি। ছোট ছোট ছেলেমেয়েরা আর মাঠের দিকে পা বাড়ায় না। তাই ভিন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের এনে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে বেশ কয়েকজন যুবকের এই উদ্যোগ। ধুমধাম সহকারে জেলার মধ্যে এক অন্যতম এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। আইপিএল এর ধাঁচে থাকে চেয়ার লিডার।
advertisement
স্বাভাবিকভাবে স্বাধীনব্যাপী এক অনন্য মাত্রা এনে দেয় এই ‘ক্রিসমাস কাপ’। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকায় আয়োজিত করা হয় এই টুর্নামেন্ট। স্বাভাবিকভাবে এই খেলা বেশ চিত্তাকর্ষক সকলের কাছে।





