অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে মেয়েটির মোবাইল লোকেশন ও অন্যান্য সূত্র ধরে পুলিশ জানতে পারে, নাবালিকাকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। এর পরেই পুলিশের একটি বিশেষ দল মুরাদাবাদে অভিযান চালায়। গত ২৮ জুন মুরাদাবাদ এলাকা থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ নাবালিকাকে। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক মহম্মদ আলাউদ্দিনকে।
advertisement
মাছ নয় ‘মহৌষধ’! বাজারে থরে থরে সাজানো… খেলেই কমে সুগার, কোলেস্টেরল, হৃদরোগের ঝুঁকি নেই!
সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই কাছে আসবে না সাপ! বর্ষায় নো টেনশন!
ধৃত আলাউদ্দিনের বাড়ি নকশালবাড়ির লালপুল এলাকায়। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে এবং গোটা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
নাবালিকার পরিবার অভিযোগ করেছে, তাদের মেয়েকে প্রণয়ের ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে নাবালিকা উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তিতে তাঁর পরিবার। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।