স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেলে এলাকার শিশুরা স্থানীয় মাঠে খেলাধুলা করে। প্রতিদিনের বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে বিশাল খেলতে গিয়েছিল। খেলার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই তার গায়ের উপরে ফুটবল খেলার গোল পোস্ট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্যান্যরা। জখম শিশুকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জখম শিশুকে মৃত বলে ঘোষণা করে। বিশালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার, খেলার সঙ্গী থেকে শুরু করে প্রতিবেশীরা।
advertisement
উল্লেখ্য, বর্তমান স্মার্টফোনের যুগে এমনিতেই বেশিরভাগ ছেলে মেয়েরা মাঠে গিয়ে খেলাধুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা মেয়েরাও পড়াশোনার চাপে বিশেষ একটা মাঠে পাঠান না তাদের সন্তানদের। গুটিকয়েক ছেলে মেয়েরাই মাঠে নিয়মিত খেলতে যায়, আর তারই মধ্যে এক শিশুর খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতিতে মাঠে যাওয়ার প্রবণতা শিশুদের মধ্যে আরও কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
Mainak Debnath