আরও পড়ুন: আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক বর্ধমানের ছাত্রের
এর আগে দুর্গাপুজোয় আমরা খুঁটিপুজো দেখেছি। কিন্তু এবার সরস্বতী পুজো নিয়ে পুরুলিয়া জেলায় এল সেই চমক। কোটশিলার চাকরানি গ্রামে অনুষ্ঠিত হল সরস্বতী পুজোর খুঁটিপুজো। প্রান্তিক জেলা পুরুলিয়ার কোটশিলার এই চাকরানী গ্রামে সরস্বতী পুজোয় প্রতিবছরই নতুন থিম থাকে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হচ্ছে না। আর তাতেই এই খুঁটি পুজোর চমক।
advertisement
এই নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে , প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে থিম পুজোর আয়োজন করেন তাঁরা। সেই মত এবছরও তাঁদের সরস্বতী পুজোয় বিশেষ থিম হল চারধাম। এছাড়াও থাকছে ১২ টি জ্যোতির্লিঙ্গ। তিনদিন ধরে সরস্বতী পুজো চলবে এখানে। বসবে মেলা। প্রতিদিনই এখানে হবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর বাজেট চার লক্ষ টাকার বেশি। এই পুজোকে ঘিরে এলাকার মানুষেরা যথেষ্ট উৎসাহিত। পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হয়ে থাকলেও কোটশিলার চাকরানি গ্রামের সরস্বতীপুজো প্রতি বছরই মানুষের নজর কাড়ে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনদিনব্যাপী চলে এই পুজো। এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা থাকে চোখে পড়ার মত। তাই এই বছর কোটশিলাবাসীরা অপেক্ষা করে আছেন এই সরস্বতী পুজোর জন্য।
শর্মিষ্ঠা ব্যানার্জি





