জানা গিয়েছে, ২০১৯ সালের ১১ নভেম্বর খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রাম গ্রামের নাসিমা বিবি ও ফাইনুর বিবি নামে দু’জন মহিলার বিরুদ্ধে ওই গ্রামেরই এক চার (৪) বছরের একটি শিশু কন্যাকে হত্যা করার অভিযোগ ওঠে। শিশুর কান থেকে দুল চুরি করার জন্য তাকে হত্যা করেছে ওই দুই মহিলা।
advertisement
এই ঘটনার পর প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয় এবং দোষীদের গ্রেফতার করে পুলিশ। দু’জনের মধ্যে অভিযুক্ত এখনও অবধি জেল হেফাজতে থাকলেও অপরজন হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুখ ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শনিবার কান্দি মহকুমা আদালত উক্ত মামলায় উভয় অভিযুক্ত মহিলাকে দোষী সাব্যস্ত করেছে। দু’জনকেই যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি প্রদান করেছেন বিচারক।
সাধারণ জনগণের উদ্দেশ্যে পুলিশের আবেদন, কেউ কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না এবং কোন অবৈধ কার্যকলাপে জড়াবেন না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধ পরিকর।