তবে এবার সেই অবৈধ নির্মাণ সরাতে বিশেষ উদ্যোগী হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন একাধিক অবৈধ দোকানের হাতে ধরানো হল নোটিশ। অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দোকান। জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মঙ্গলবার খড়্গপুর থেকে দাঁতনের সোনাকনিয়া পর্যন্ত একাধিক অবৈধ নির্মাণকারীর হাতে ধরানো হল নোটিশ। আগামী সাত দিনের মধ্যে তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ৪০০ বছরের ঐতিহ্য, আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! জঙ্গল নেই, তবুও আজও নির্জন পরিবেশ
প্রসঙ্গত, খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত এই ১৬ নং জাতীয় সড়কের ধারে একাধিক অবৈধ নির্মাণ ও দোকান গজিয়ে উঠেছে। আর এতেই বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে একাধিক সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনই অবৈধ নির্মাণ উচ্ছেদে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে, জাতীয় সড়কের ধারে সড়কের জমি অধিগ্রহণ করে যারা দোকান তৈরি করেছেন, তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাঝে মাঝেই এই পদক্ষেপ চলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে। নোটিশ জারির সাতদিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এই নির্মাণ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, খড়্গপুর থেকে দাঁতনের সোনাকোনিয়া পর্যন্ত সম্প্রতি গজিয়ে ওঠা প্রায় ১৪ টি অবৈধ নির্মাণকারীদের হাতে দেওয়া হয় নোটিশ। পথচলতি মানুষদের স্বাচ্ছন্দ্য, দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে এই নির্মাণ কবে সরবে, তার দিকে তাকিয়ে সকলে।