Kali Puja 2025 : ৪০০ বছরের ঐতিহ্য, আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! জঙ্গল নেই, তবুও আজও নির্জন পরিবেশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Kali Puja 2025 : প্রাচীন যজ্ঞেশ্বরী কালীর দর্শন পেতে আসতেই হবে যজ্ঞবাটিতে। মথুরাপুরের সাতঘরা ঠাকুরজি গ্রামের দিকে গেলে আদিগঙ্গার পাড়ে পথে পড়বে এই মন্দিরটি।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রাচীন মা যজ্ঞেশ্বরী কালীর দর্শন পেতে আসতেই হবে যজ্ঞবাটিতে। মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর ছাড়িয়ে মথুরাপুরের সাতঘরা ঠাকুরজি গ্রামের দিকে গেলে আদিগঙ্গার পাড়ে পথে পড়বে এই মন্দিরটি। এই মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো মন্দির বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তাপস দত্ত।
এই শ্মশানে রয়েছে তিন চূড়া বিশিষ্ট মন্দির। জঙ্গল ঘেরা পরিবেশে তখন এখানে সাধনা করতে প্রথম আসেন শিবানন্দ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক। তিনিই এখানে পুজো শুরু করেন। এক সময় আদিগঙ্গার পাড়ে ঘন জঙ্গলের মধ্যেই শুরু হয়েছিল শ্মশান কালীর আরাধনা। কালের নিয়মে জঙ্গল না থাকলেও, এখনও শ্মশান চত্বরে নির্জন পরিবেশ। চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য সমাধি।
advertisement
advertisement
অধুনালুপ্ত আদি গঙ্গার তীরে অবস্থিত এই শ্মশান। এই জায়গায় বেশি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজনের সমাধি দেওয়া হয়। পাশাপাশি চলে দাহ করার কাজও। শিবানন্দ ব্রহ্মচারী মারা যাওয়ার পরে সাধুনি নামে এক মহিলা সাধু মায়ের সেবা করতে শুরু করেন। পরে গ্রামের বাসিন্দারাই পুজোর হাল ধরেন। সেই মন্দিরে কালীপুজো হয় আজও। দূরদূরান্ত থেকে আসেন ভক্তেরাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজো নিয়ে মন্দির কমিটির সদস্য প্রদীপ সরদার জানিয়েছেন, কালীপুজোর দিন এখানে প্রায় ১০-১২ হাজার লোকের সমাগম হয়। বাইরে থেকে আসেন সাধু-সন্নাসীরা। তাঁরা এখানে যজ্ঞ করেন। সব মিলিয়ে সেই সময়ে এই মন্দির পরিপূর্ণ রূপ পায়। কালীপুজোর সময় গ্রামের মানুষজন মন্দিরকে সাজিয়ে তোলেন। চলে ভোগ বিতরণের কাজ। এই পুজো এখানে ঐতিহ্যের পুজো হয়ে উঠেছে ধীরে ধীরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 6:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : ৪০০ বছরের ঐতিহ্য, আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! জঙ্গল নেই, তবুও আজও নির্জন পরিবেশ