Martial Arts : থাইল্যান্ডের গ্র্যান্ডমাস্টার এবার বসিরহাটে! আন্তর্জাতিক প্রশিক্ষণের টিকিট মিলবে এখানেই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Martial Arts : থাইল্যান্ডের প্রশিক্ষক কয়েকজন প্রতিযোগীকে নির্বাচিত করবেন আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণের জন্য। আগামী দিনে তাদের থাইল্যান্ডে গিয়ে খেলার সুযোগও মিলবে।
বসিরহাট, জুলফিকার মোল্যা: থাইল্যান্ড থেকে বসিরহাটে গ্র্যান্ডমাস্টার। যুদ্ধকলার পাঠ নিলেন বাংলার প্রতিযোগীরা। থাইল্যান্ডের মাটির গন্ধ মিশে গেল বসিরহাটের প্রাঙ্গণে। এদিন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ঘোষ বাড়িতে সেই ঐতিহাসিক ঠিকানায় পা রাখলেন থাইল্যান্ডের খ্যাতনামা মার্শাল আর্ট প্রশিক্ষক ও গ্র্যান্ডমাস্টার ড. প্রাসালিত স্রিসাক।
বিখ্যাত এই প্রশিক্ষকের উপস্থিতিতে বসিরহাটে অনুষ্ঠিত হল, এমটিবিএসএ অপেশাদার মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ ২০২৫। যা আয়োজন করে য়াই থাই ও মুয়াই বোরান স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ( MTBSA)। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা নিজেদের যুদ্ধকলা, মনসংযম ও কৌশলের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন।
advertisement
advertisement
তাদের পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত গ্র্যান্ডমাস্টার স্বয়ং। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে , এই প্রতিযোগিতার মাধ্যমেই থাইল্যান্ডের প্রশিক্ষক কয়েকজন প্রতিযোগীকে নির্বাচিত করবেন আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণের জন্য। আগামী দিনে তাদের থাইল্যান্ডে গিয়ে খেলার সুযোগও মিলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বসিরহাটের মানুষ প্রত্যক্ষ করলেন এক বিরল মুহূর্ত। যেখানে স্থানীয় মাটিতে থাই সংস্কৃতি , ক্রীড়া ও আন্তর্জাতিক মার্শাল আর্ট একসূত্রে গাঁথা হল। থাইল্যান্ড থেকে আগত প্রশিক্ষকের উপস্থিতি শুধু এই প্রতিযোগিতার গরিমা বাড়ায়নি, বরং বসিরহাটের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Martial Arts : থাইল্যান্ডের গ্র্যান্ডমাস্টার এবার বসিরহাটে! আন্তর্জাতিক প্রশিক্ষণের টিকিট মিলবে এখানেই