এদিন স্কুলে পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি দুই ছাত্রী। খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির দুই পড়ুয়া। পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দুই পরিবারই চরম উৎকন্ঠায় ছিল। অবশেষে ঘরের মেয়ে ফিরল ঘরে। পুলিশের তৎপরতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল দুই পড়ুয়ার।
আরও পড়ুনঃ রথ দেখা সঙ্গে কলা বেচা! প্রিয় নেতার সমর্থনে এসে চুটিয়ে রোজগার! বারাসাতে বিজেপি কর্মীর কাণ্ড দেখুন
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর নাম সৃজিতা আদক এবং অঙ্কিতা ভট্টাচার্য। দুজনেরই বয়স ১৪ বছর। দুজনেই খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। সৃজিতার বাড়ি টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়ায়। অঙ্কিতার বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায়।
আরও পড়ুনঃ ‘অন্ধজনে দেহ আলো’, দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও
নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়, সোমবার ওই দুই ছাত্রী স্কুলের পোশাক পরে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ছুটির পর তারা দুজনেই আর বাড়ি ফেরেনি। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। শেষে পুলিশের দারস্ত হয় পরিবার। পুলিশই খুঁজে বের করে দুই মেয়েকে।