ধীরে ধীরে কম্পিউটার কীভাবে নতুন রূপে সবার মধ্যে এসেছে, তার বর্ণনা রয়েছে খড়গপুর আইআইটির এই মিউজিয়ামে। ১৯৭০ সাল থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত কম্পিউটারের নানা বিবর্তন কাহিনীর রয়েছে। রয়েছে কম্পিউটারে ব্যবহৃত হার্ডডিক্স, স্টোরেজ সহ একাধিক জিনিসপত্র। প্রসঙ্গত খড়গপুর আইআইটির মেন বিল্ডিং-এ রয়েছে এই বিজ্ঞান মিউজিয়াম।
পুরনো দিনের খড়গপুর আইআইটি এবং সারা পৃথিবীর ব্যবহৃত ধরনের কম্পিউটারের ডেমো রয়েছে এখানে। কম্পিউটারের মনিটর সিপিইউ, কিবোর্ড সাজিয়ে রাখা হয়েছে সাধারণ উৎসুক দর্শকদের জন্য। কীভাবে যুগের উন্নতির সঙ্গে বিজ্ঞানের উন্নতি হয়েছে তা তুলে ধরা হয়েছে সকলের সামনে।
advertisement
পুরনো দিনের লুপ্ত হয়ে যাওয়া কম্পিউটারের যন্ত্রাংশ রয়েছে এখানে। হয়েছে পুরনো দিনের টাইপ রাইটার, কার্ড পাঞ্চিং মেশিন সহ বিভিন্ন প্রযুক্তির জিনিসপত্র।
অর্থাৎ খড়গপুর আইআইটিতে এলে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে নেহরু মিউজিয়ামের কম্পিউটারে বিবর্তনের ইতিহাস। প্রতিদিনই অফিস টাইমে খোলা থাকে এই মিউজিয়াম। তবে আইআইটির অনুমতি পেলেই দেখা যাবে আইআইটি-র এই বিশেষ মিউজিয়াম।