আইআইটির মত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবার আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোয় বসল বাংলা লেখা ফলক। শুধু তাই নয়, ১৫ আগস্টে নিজের ভাষণে আইআইটির ইতিহাসে এই প্রথম শপথ পাঠ করলেন বাংলা ভাষায়। ১৮ আগস্ট আইআইটি প্রতিষ্ঠা দিবসে যে ফলক উন্মোচন হয়েছে, সেখানেও বাংলা ভাষায় লেখা। সবমিলিয়ে বাংলা ভাষাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা স্পষ্ট।
advertisement
আরও পড়ুন : ২৫ বছরেও ফিরে তাকায়নি কেউ, এই রাস্তা দিয়ে চলাচল ‘নরক যন্ত্রণা’র সমান! গ্রামবাসীরা যা করল
এই বিষয়ে আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বা ইংরেজি ভাষাতে লেখা রয়েছে। কিন্তু আমাদের এই আইআইটিতে নিচু শ্রেণীর মানুষ কিছু কাজ করতে আসেন। তারা ইংরেজি বা হিন্দি বুঝেতে ততটা দক্ষ নন। তাদের বোঝার জন্য বাংলায় ফলকগুলি বসানো হয়েছে। শুধু তাই নয়, এই আইআইটি’তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙালি ছাত্র-ছাত্রীরাও রয়েছেন। তাঁদের কথায় মাথায় রেখে বাংলায় ফলক বসানো বা ভাষণ দেওয়ার পদক্ষেপ।
আরও পড়ুন : বাজারে চাহিদা দারুণ, দামও পাওয়া যায় ভাল! তাই বলে রুক্ষ মাটিতেও সম্ভব? আশার আলো দেখাচ্ছে কাশীপুর
বাংলা ও বাঙালি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। তখন আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম কোনও বাঙালি ডিরেক্টর এসে বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যা দেখে অবাক গোটা আইআইটির অধ্যাপকরাও। তবে জাতীয় মানের এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তা বাঙালিকে যে আরও আবেগঘন করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।