এই অবস্থায় স্ত্রী মুনমুনের সুস্থতা কামনা করে ঈশ্বরের আশীর্বাদ পেতে এক অভিনব যাত্রায় বের হয়েছেন বিক্রম। পণ করেছেন, কাটোয়া থেকে কেদারনাথ অবধি গোটা রাস্তা দন্ডি কেটে যাবেন। রাস্তার ধারে কেউ তাকে জল দিচ্ছেন, কেউ উৎসাহ দিচ্ছেন। কিন্তু বিক্রমের একটাই লক্ষ্য সেটা হল স্ত্রীর সুস্থতা কামনা করা। বিক্রম এই বিষয়ে জানিয়েছেন, “বাবার কৃপায় আমার স্ত্রী সুস্থ হয়েছে। আমার নিজের থেকেও দামি জিনিস আমি ফিরে পেয়েছি। তাই আমি কেদারনাথ যাব এবং আমার স্ত্রীর জন্য সুস্থতা কামনা করব।”
advertisement
আরও পড়ুন: মাঠের মাঝে বিশালাকার ওটা কী…! কাছে যেতেই ‘থ’ বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর
শুক্রবার ভাগীরথীর দেবরাজ ঘাটে স্নান করে যাত্রা শুরু করেন বিক্রম। পূর্ব বর্ধমানের কাটোয়া-বর্ধমান রোড ধরে তিনি সোমবার পৌঁছবেন গুসকরা, সেখানে একটি মন্দিরে জল ঢেলে তারপর সেখান থেকে সোজা কেদারনাথের পথে। বিক্রমের সঙ্গে রয়েছেন তাঁর ভাগ্নে এবং তিন বন্ধু। বিক্রমের এই দৃষ্টান্ত শুধু ভালবাসার নয়, অদম্য মানসিক শক্তিরও প্রতীক। কঠিন পরিশ্রম, বিশ্বাস আর একনিষ্ঠতাকে সঙ্গী করে স্ত্রীর সুস্থতা কামনার এই যাত্রা অনেককে অনুপ্রাণিত করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুঃসময়ে একজন স্বামী ঠিক কীভাবে স্ত্রীর পাশে দাঁড়াতে পারেন, বিক্রম মাঝির কাহিনী তারই এক জীবন্ত উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর যাত্রার ছবি ও ভিডিও। বহু মানুষ তাঁর যাত্রা সফল হোক, এই প্রার্থনাই করছেন।
বনোয়ারীলাল চৌধুরী