বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষের পক্ষে সব সময় কেদারনাথ গিয়ে দর্শন করে আসা সম্ভব হয় না। তাদের জন্য এবার বাঁকুড়া জেলার খাতড়ায় তৈরি হল কেদারনাথ, সরস্বতী পুজোর থিম হিসেবে। শুনলে আরো অবাক হবেন যে এই পুরো থিমটি তৈরি করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে। খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে কেদারনাথ থিম।
advertisement
আরও পড়ুন – Earn Huge Money: শুধু শখ নয়, দেদার রোজগার হতে পারে ফটোগ্রাফি থেকে, কী করে জেনে নিয়ে শুরু করে দিন
শুধু যে কেদারনাথ তাই নয়, কেদারনাথ ছাড়াও রয়েছে মোহনবাগান। এবং এই মোহনবাগানও তৈরি হয়েছে সরস্বতী পুজোর থিম হিসেবে। খাতড়ার জীবনপুর স্পোর্টিং ক্লাব এতটাই মোহনবাগান ভক্ত যে ঐতিহ্যবাহী এই ক্লাবকে নিয়ে আস্ত একটা থিমই বানিয়ে ফেলল তারা এই বছর। বিদ্যার দেবীকে আরাধনা করার জন্য শরীরচর্চা অর্থাৎ ফুটবল খেলার থিম যেন এক অনন্য মেলবন্ধন। খাতড়ার মানুষও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, শীতকালের সরস্বতী পুজো।
বিদ্যার দেবী সরস্বতী , ডেভিড আরাধনায় মগ্ন গোটা বাঁকুড়া জেলা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ফুটে উঠছে নতুনত্ব থিম। যার মধ্যে এবার নজর কেড়েছে খাতড়া মহকুমা। থিম পুজো সঙ্গে ট্রাডিশনাল পুজো সবকিছুই একটা সুন্দর মেলবন্ধন দেখা গেছে বাঁকুড়ার পর্যটন মহকুমায়। যার মধ্যে অন্যতম জঙ্গলমহলের কেদারনাথ এবং মোহনবাগান।
Neelanjan Banerjee