পিরোজপুর চর এলাকা ঘুরে একেবারে সেই সীমান্ত পর্যন্ত পৌঁছন রাজ্য পুলিশ ও বিএসএফের আধিকারিকরা। যেখানে এক প্রান্তে ভারতীয় ভূখণ্ড এবং অপর প্রান্তে বাংলাদেশের এলাকা। কুয়াশাচ্ছন্ন শীতের মরসুমে সীমান্তে যাতে কোনওভাবেই চোরাচালান বা বেআইনি অনুপ্রবেশ না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান বলে জানানো হয়েছে। জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, শীতের সময় ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে ওঠে। পিরোজপুর চরের এই বিস্তীর্ণ এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া না থাকায় নজরদারিতে কোনও ফাঁক রাখা যাবে না।
advertisement
আরও পড়ুন: গভীর কুয়োয় আটকে হস্তিশাবক, দুই গজরাজের কান ফাটানো চিৎকার! জেসিবি দিয়ে খুদেকে উদ্ধার করল বন দফতর
তাই বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে যৌথভাবে টহলদারি হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের যৌথ নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এই বিশেষ টহলদারিতে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর ফাঁড়ির ওসি মুকুন্দ চক্রবর্তী সহ রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গোটা অভিযানে অংশ নেন। টহলদারির সময় পিরোজপুর চরে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম ও চাষের জমিও পরিদর্শন করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ ও বিএসএফের আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের সজাগ থাকার পরামর্শ দেন। কোনওরকম সমস্যা বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথাও জানানো হয়। বিএসএফ সূত্রে খবর, এই সীমান্ত এলাকায় তারা প্রতি মুহূর্তে সজাগ রয়েছে এবং রাজ্য পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।





