TRENDING:

Kaushiki Amavasya: এবার তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, তার আগে অবশ্য কিছুটা কষ্ট পোহাতে হবে এঁদের

Last Updated:

Kaushiki Amavasya: এই বছর হোটেল ভাড়া নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।আর সেই কারণে নো লোডশেডিং টার্গেট বিদ্যুৎ দফতরের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সামনেই ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। এবার তারাপীঠের এই উৎসব উপলক্ষ্যে কৌশিকী অমাবস্যার সময় ‘জিরো লোডশেডিং’ -র লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ দফতর। যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়, তার জন্য এখন থেকেই প্রস্তুতিতে নেমেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।
কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোয় যেন লোডশেডিং না হয় এটাই টার্গেট
কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোয় যেন লোডশেডিং না হয় এটাই টার্গেট
advertisement

বিদ্যুৎবাহী তারের সঙ্গে লেগে থাকা গাছের ডালপালা কাটা থেকে বেশ কয়েকটি ট্রান্সফর্মার ও কেবল পরিবর্তন করার কাজ চলছে। তার জন্য নির্দিষ্ট দিনগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার শাট ডাউন করে এই কাজ চলবে বলে দফতর এর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত গত ২৮ জুলাই টিআরডি-র অফিসে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি বৈঠক হয়।সেখানেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে উপস্থিত বিদ্যুৎ দফতরেরকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলেন মহকুমার প্রশাসনিক কর্তারা। সেই মত ময়দানে নেমেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

advertisement

আরও পড়ুন – Low Pressure in West Bengal: আরও ৪৮ ঘণ্টার চরম সময়, বাংলার উত্তরে জারি বৃষ্টি, দক্ষিণেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, রইল ওয়েদার আপডেট

View More

উল্লেখ্য, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠের বিদ্যুতের চাহিদা এখন আকাশছোঁওয়া। প্রায় পাঁচশোর বেশি লজ, হোটেল রয়েছে। এছাড়া রয়েছে স্ট্রিট লাইট থেকে, ঘরের আলো, তোরণ। তাই চাহিদামতো বিদ্যুৎ জোগাতে হিমশিম খেতে হয় দফতরকে।

advertisement

কৌশিকী অমাবস্যায় যেন লোডশেডিং না হয়

তারাপীঠ এলাকায় রামপুরহাট থানার মনসুবা মোড় সংলগ্ন ১৩২/৩৩ কেভিএ সাবস্টেশন থেকে বিদ্যুতের জোগান দেওয়া হয়। ওই সাবস্টেশন থেকে তারাপীঠ ছাড়াও আটলা, বুধিগ্রাম, বীরচন্দ্রপুর, দুনিগ্রাম, চাঁদপাড়া এই সমস্ত এলাকাগুলির জন্য আলাদা আলাদা ফিডারে বিদ্যুতের জোগান দেওয়া হয়।যার মধ্যে শুধু তারাপীঠ এলাকায় বাণিজ্যিক ও ঘরোয়া সংযোগ মিলে প্রায় ৩২০০ গ্রাহককে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়।ফলে এই সাবস্টেশনের উপর যথেষ্ট চাপ রয়েছে।যদিও অন্যান্য এলাকার তুলনায় তারাপীঠে দু’টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোডশেডিং হতই না বললেই চলে।

advertisement

কিন্তু গ্রীষ্মের সময় এই পর্যটন কেন্দ্রে মাঝে মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে।ফলে দফতরকে অন্ধকারে রেখে নিজেদের ইচ্ছেমতলোড বাড়িয়ে নিয়ে থাকেন বেশকিছু বিদ্যুৎ লজ ও হোটেল মালিকরা। এই কারণে প্রায়ই ট্রান্সফর্মার ও তার পুড়ে যাচ্ছে।ভোগান্তির মুখে পড়ছেন পর্যটকরা।তাই কৌশিকী অমাবস্যার সময় যাতে বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, তারজন্য আগে থেকেই তৎপর হয়েছে দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

Souvik Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya: এবার তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, তার আগে অবশ্য কিছুটা কষ্ট পোহাতে হবে এঁদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল