প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে দেশ-বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী এসে উপস্থিত হন।যেমন গত বছর দেখা গিয়েছিল সুদূর আমেরিকা, লন্ডন থেকে বহু সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করেছেন। আর এই বছরও রাশিয়া থেকে বিশ্বশান্তির কামনায়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আশায় তারাপীঠে এসে পৌঁছেছেন রাশিয়ার কন্যা।
advertisement
আরও পড়ুন : আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা
কৌশিকী অমাবস্যার দিন মা তারার কাছে বিশ্বশান্তির কামনায় পুজো দেবেন এই রুশ সন্ন্যাসিনী। তারাপীঠ মহাশ্মশানের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন।আগামী দিনেও আমেরিকা, গ্রেট ব্রিটেন থেকে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হবেন। মূলত কৌশিক আমাবস্যা উপলক্ষে গত বছর থেকে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা আসছেন। এই বছরও বজায় আছে সেই ধারা।