Kaushiki Amavasya Rituals: আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা

Last Updated:
Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিচ বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য।
1/7
আসছে কৌশিকী অমাবস্যা। আগামী ১ সেপ্টেম্বর, রবিবার পালিত ও উদযাপিত হবে ভাদ্রমাসের এই জাগ্রত অমানিশা।
আসছে কৌশিকী অমাবস্যা। আগামী ১ সেপ্টেম্বর, রবিবার পালিত ও উদযাপিত হবে ভাদ্রমাসের এই জাগ্রত অমানিশা।
advertisement
2/7
কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিচ বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য। বলছেন জ্যোতিষী চক্রপাণি ভাট।
কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিচ বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য। বলছেন জ্যোতিষী চক্রপাণি ভাট।
advertisement
3/7
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোন কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন।
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোন কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন।
advertisement
4/7
কৌশিকী অমাবস্যায় ঘরবাড়ি এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই তিথিতে এঁটো বাসন ফেলে রাখবেন না।
কৌশিকী অমাবস্যায় ঘরবাড়ি এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই তিথিতে এঁটো বাসন ফেলে রাখবেন না।
advertisement
5/7
একটি নারকেল কিনে ৫ টুকরো করুন। তার পর এক টুকরো নারকেল বাড়ির সদর দরজায় সারা রাত রেখে দিন। পরে ৫ টুকরো নারকেল জলে বিসর্জন দিন।
একটি নারকেল কিনে ৫ টুকরো করুন। তার পর এক টুকরো নারকেল বাড়ির সদর দরজায় সারা রাত রেখে দিন। পরে ৫ টুকরো নারকেল জলে বিসর্জন দিন।
advertisement
6/7
এদিন মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান। তাহলে রাহু ও কেতুর প্রভাবমুক্ত হবেন।
এদিন মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান। তাহলে রাহু ও কেতুর প্রভাবমুক্ত হবেন।
advertisement
7/7
বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দু’টি তিলতেলের প্রদীপ। তাহলে কুপ্রভাব দূর হবে।
বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দু’টি তিলতেলের প্রদীপ। তাহলে কুপ্রভাব দূর হবে।
advertisement
advertisement
advertisement