শহরের কুমোর পাড়ার বেশ কিছু শিল্পীর মুখে দেখা গেল হতাশার ছাপ। প্রতিমা তৈরি করেই যাঁদের জীবিকা, সেই শিল্পীদের অনেকেরই অভিযোগ, এবার কার্তিক পুজোকে কেন্দ্র করে প্রতিমার অর্ডার উল্লেখযোগ্যভাবে কমেছে। জানা গিয়েছে, কাটোয়ার বহু ক্লাব বাইরে থেকে প্রতিমা নিয়ে আসছে। ফলে স্থানীয় শিল্পীরা আগের মতো অর্ডার পাচ্ছেন না। কুমোরপাড়ার শিল্পী সুজিত পাল বলেন, “আমাদের এবার বাজার সেরকম ভাল নয়। কারণ সব ক্লাব বাইরে ঠাকুর অর্ডার দিয়েছে। এবছর কাটোয়ার ঠাকুরের সেরকম অর্ডার নেই।”
advertisement
আরও পড়ুন : হাসপাতালের ‘গা ঘিনঘিনে’ পরিবেশ থেকে এবার মুক্তি আসন্ন, নিকাশিনালার মাস্টার প্ল্যানের কাজ শুরু
শিল্পীরা আরও জানান, বাজারে কাঁচামালের দাম বেশ বেড়ে গেলেও প্রতিমার দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে খরচের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখতেই সমস্যায় পড়ছেন তাঁরা। বছর খানেক আগেও যে পরিমাণ অর্ডার তাঁরা পেতেন, তার তুলনায় এবার অর্ডার কমে গেছে অনেকটাই। যদিও অল্প কিছু বড় প্রতিমার অর্ডার পেয়েছেন কয়েকজন শিল্পী, এবং সেগুলি তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় শিল্পী হাবল পাল বলেন, “আমরা যেরকম চাইছি বাজার সেরকম নেই। সবকিছুর দাম বেড়েছে, কিন্তু প্রতিমার দাম সেভাবে বাড়েনি। আমাদের সত্যিই অসুবিধা হচ্ছে। প্যান্ডেলে, লাইটে প্রচুর টাকা খরচ হচ্ছে। কিন্তু ঠাকুরের বেলায় দাম নেই।” সব মিলিয়ে শহরজুড়ে যেখানে উৎসবের উচ্ছ্বাস, সেখানে কুমোর পাড়ার বহু শিল্পীর মনে জমেছে একরাশ নিরাশা। কাটোয়ার কার্তিক পুজো যতই বর্ণময় হয়ে উঠুক, প্রতিমা শিল্পীদের এই দুশ্চিন্তার ছবিটি ঠিক ততটাই বাস্তব।





