পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এদিন গত বছরের কাটোয়ার কার্তিক পুজো এবং দাঁইহাটের রাস কমিটির উল্লেখযোগ্য প্রতিমা, প্যান্ডেল এবং আলোকসজ্জায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পুজো কমিটির কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার-সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
এদিন শোভাযাত্রার রুটম্যাপ প্রকাশ করে প্রশাসনের তরফ থেকে পুজো উদ্যোক্তাদের উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার আবেদন করা হয়। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কাটোয়ার নিজস্ব উৎসব হল কার্তিক লড়াই। কার্তিকের শোভাযাত্রাকে এখানে লড়াই বলা হয়। শোভাযাত্রাতে অংশগ্রহণ করে কাটোয়া শহরের বহু ক্লাব। কার্তিক লড়াই দেখতে শুধু পূর্ব বর্ধমানই নয় আশেপাশের জেলা থেকেও লক্ষাধিক দর্শনার্থীরা ভিড় জমান এখানে।
এবছর কার্তিক লড়াইয়ের দিন শতাধিক অফিসার-সহ প্রায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। যাতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা না হয়। এছাড়া শোভাযাত্রার রুটে থাকছে সিসি ক্যামেরা। সর্বক্ষণ পুলিশ কন্ট্রোলরুম থেকে নজরদারি চালাবে বলে প্রশাসন জানিয়েছে এদিন।
