TRENDING:

কাটোয়া শহরে 'ফেসবুক মিটআপ', অনুষ্ঠানে 'অশ্লীল' বিনোদন, অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ দায়ের! ছবি, ভিডিও দেখলে গা গুলিয়ে উঠবে

Last Updated:

Facebook Meetup: অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জনসমক্ষে অশালীন অঙ্গভঙ্গি, কুরুচিকর ভাষা এবং উচ্চস্বরে অশ্লীল গানের তালে নাচগান চলছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া: ফেসবুক মিটআপ না ফাজলামির মঞ্চ? কাটোয়ায় একাধিক ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভের ঝড়। রবিবার, ২৭ জুলাই কাটোয়া শহরের এক বেসরকারি জায়গায় আয়োজন করা হয় তথাকথিত ‘ফেসবুক মিটআপ’। মূল উদ্দেশ ছিল সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করা, মত বিনিময় আর মজা করা। কিন্তু বাস্তবে সেই মিলন পরিণত হয় ‘অশ্লীল বিনোদনের’ এক মঞ্চে! যা শহরের সাধারণ মানুষ তো বটেই, অভিভাবকদেরও রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে। অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জনসমক্ষে অশালীন অঙ্গভঙ্গি, কুরুচিকর ভাষা এবং উচ্চস্বরে অশ্লীল গানের তালে নাচগান চলছে।
advertisement

সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই অনুষ্ঠানে বহু শিশু ও কিশোরও উপস্থিত ছিল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ জমা করল কাটোয়া শহরের একটি সমাজসেবী সংগঠন ‘আরম্ভ’। সংগঠনের তরফে সৌম্য রুদ্র ব্যানার্জী বলেন, “কাটোয়া শহরে ফেসবুক মিটআপ নামক একটি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায়। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান-বাজনা করা হয়। আমাদের মনে হয় এটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ। এরকম অনুষ্ঠান যেন কাটোয়াতে আর না হয় সেই কারণে অভিযোগ করলাম।”

advertisement

আরও পড়ুনঃ হাতে প্লাস্টিকের বালতি, ছুটতে ছুটতে হাসপাতালে ঢুকলেন ব্যক্তি! বালতিতে চোখ পড়তেই ভয়ে কাঁটা চিকিৎসকরা, তারপর যা জানা গেল…

কাটোয়া শহর থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল ফল করে জেলার ও রাজ্যের মান রক্ষা করে। তারা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সেই শহরেই যদি এমন অশালীন ঘটনার সাক্ষী হতে হয়, তবে প্রশ্ন ওঠে কোন দিকে এগোচ্ছে এই প্রজন্ম? স্থানীয় সমাজসেবী সংগঠন আরম্ভ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। তাদের বক্তব্য, এই ধরনের আচরণ সমাজের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। শহরের শিশু কিশোরদের মানসিক গঠনে বিরূপ প্রভাব ফেলছে এমন অনুষ্ঠান।

advertisement

View More

শহরের ফেসবুক গ্রুপগুলোতেও ক্ষোভ ছড়িয়েছে। অনেকে বলছেন, নাচগান ঠিক আছে, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। শুধুমাত্র রিল বানানোর জন্য এতটা বাড়াবাড়ি ঠিক নয়! স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার। কারণ এইসব ঘটনায় শহরের সামাজিক পরিবেশ ও ভাবমূর্তি দুই ই প্রশ্নের মুখে পড়ছে। আরম্ভ সংগঠনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাটোয়া শহরে 'ফেসবুক মিটআপ', অনুষ্ঠানে 'অশ্লীল' বিনোদন, অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ দায়ের! ছবি, ভিডিও দেখলে গা গুলিয়ে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল