সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই অনুষ্ঠানে বহু শিশু ও কিশোরও উপস্থিত ছিল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ জমা করল কাটোয়া শহরের একটি সমাজসেবী সংগঠন ‘আরম্ভ’। সংগঠনের তরফে সৌম্য রুদ্র ব্যানার্জী বলেন, “কাটোয়া শহরে ফেসবুক মিটআপ নামক একটি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায়। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান-বাজনা করা হয়। আমাদের মনে হয় এটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ। এরকম অনুষ্ঠান যেন কাটোয়াতে আর না হয় সেই কারণে অভিযোগ করলাম।”
advertisement
কাটোয়া শহর থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল ফল করে জেলার ও রাজ্যের মান রক্ষা করে। তারা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সেই শহরেই যদি এমন অশালীন ঘটনার সাক্ষী হতে হয়, তবে প্রশ্ন ওঠে কোন দিকে এগোচ্ছে এই প্রজন্ম? স্থানীয় সমাজসেবী সংগঠন আরম্ভ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। তাদের বক্তব্য, এই ধরনের আচরণ সমাজের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। শহরের শিশু কিশোরদের মানসিক গঠনে বিরূপ প্রভাব ফেলছে এমন অনুষ্ঠান।
শহরের ফেসবুক গ্রুপগুলোতেও ক্ষোভ ছড়িয়েছে। অনেকে বলছেন, নাচগান ঠিক আছে, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। শুধুমাত্র রিল বানানোর জন্য এতটা বাড়াবাড়ি ঠিক নয়! স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার। কারণ এইসব ঘটনায় শহরের সামাজিক পরিবেশ ও ভাবমূর্তি দুই ই প্রশ্নের মুখে পড়ছে। আরম্ভ সংগঠনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান হয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী