TRENDING:

Kartik Puja 2024: কার্তিক পুজোয় এবার এ কী হাল! ঠাকুরের সামনে ভোগ দিতেও পারছেন না এখানকার বাসিন্দারা, হঠাৎ কী হল

Last Updated:

আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে শীতকালীন সবজির জোগান আরও বাড়বে। অতিরিক্ত দামে বাতিল হচ্ছে কার্তিক পুজোর খিচুড়ি ভোগ! দু'সপ্তাহের মধ্যে কি বড় পরিবর্তন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: উৎসবের মরশুম পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শাকসবজির দাম অনেকটাই বেশি। অন্য বছরের তুলনায় দাম বেশি রয়েছে বিভিন্ন শাকসবজির। পেঁয়াজের দামে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্ত সাধারণ মানুষ। যদিও কাঁচালঙ্কা এবং টমেটোর দাম কিছুটা আয়ত্বের মধ্যে এসেছে। তবে সব মিলিয়ে সবজি বাজারে গিয়ে পকেটের ওপর বাড়তি চাপ পড়ছে আমজনতার।
advertisement

সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন একটাই, কবে দাম কমবে সবজির। এমনিতেই পরপর একাধিক পুজো, উৎসব পেরিয়েছে। ফলে খরচ হয়েছে বেশি। তার ওপর শাকসবজির অত্যাধিক দাম আরও চাপ বাড়িয়ে দিচ্ছে। কার্তিক পুজোর আগেও শাকসবজির দাম খুব একটা নিয়ন্ত্রণের মধ্যে আসেনি বলে অভিযোগ।

advertisement

সবজির দাম এতটা বেশি কার্তিক পুজোয় ভোগের যোগান দিতে হিমশিম মধ্যবিত্ত

View More

ফলে কার্তিক পুজোর আয়োজনে কিছুটা ঘাটতি হচ্ছে। অনেকেই কার্তিক পুজোয় খিচুড়ি ভোগ প্রসাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন –  Rinku Singh New Home: নিজের নামে নয়, এক মহিলার নামে কিনলেন নিজের বাড়ি, কীরকম রঙে সাজালেন বেডরুম, রিঙ্কু সিংয়ের নতুন বাড়ির সিক্রেট আউট

advertisement

তাহলে দাম কবে কমতে পারে? বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী জোগান নেই। পাইকারি মার্কেট থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদেরও বেশি দাম দিতে হচ্ছে। যদিও ধীরে ধীরে শীতকালীন বিভিন্ন সবজির জোগান বাজারে বাড়ছে। সরকারি আধিকারিকরা আশা প্রকাশ করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সবজি বাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে শীতকালীন সবজির জোগান আরও বাড়বে। ফলে তখন দাম আরও খানিকটা আশা প্রকাশ করছেন তারা।

advertisement

যদিও শাক সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে লাগাতার কয়েক মাস ধরেই বিভিন্ন সরকারি আধিকারিকরা যখন তখন বাজার পরিদর্শন করছেন। জেলাশাসকের নির্দেশে সরকারি বিভিন্ন সংস্থার আধিকারিকরা জেলার বিভিন্ন বাজার এলাকায় ঘুরছেন। কথা বলছেন ক্রেতাদের সঙ্গে, বিক্রেতাদের সঙ্গে। দাম সম্পর্কে জানতে চাইছেন। তাদের দাবি, আগের তুলনায় দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আগামী কিছুদিন পর সেই দাম আরও খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলেই তারা জানিয়েছেন। আমজনতাও অপেক্ষায় রয়েছেন, কবে পকেট ফ্রেন্ডলি হবে শাক সবজির দাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja 2024: কার্তিক পুজোয় এবার এ কী হাল! ঠাকুরের সামনে ভোগ দিতেও পারছেন না এখানকার বাসিন্দারা, হঠাৎ কী হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল