সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন একটাই, কবে দাম কমবে সবজির। এমনিতেই পরপর একাধিক পুজো, উৎসব পেরিয়েছে। ফলে খরচ হয়েছে বেশি। তার ওপর শাকসবজির অত্যাধিক দাম আরও চাপ বাড়িয়ে দিচ্ছে। কার্তিক পুজোর আগেও শাকসবজির দাম খুব একটা নিয়ন্ত্রণের মধ্যে আসেনি বলে অভিযোগ।
advertisement
সবজির দাম এতটা বেশি কার্তিক পুজোয় ভোগের যোগান দিতে হিমশিম মধ্যবিত্ত
ফলে কার্তিক পুজোর আয়োজনে কিছুটা ঘাটতি হচ্ছে। অনেকেই কার্তিক পুজোয় খিচুড়ি ভোগ প্রসাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন।
তাহলে দাম কবে কমতে পারে? বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী জোগান নেই। পাইকারি মার্কেট থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদেরও বেশি দাম দিতে হচ্ছে। যদিও ধীরে ধীরে শীতকালীন বিভিন্ন সবজির জোগান বাজারে বাড়ছে। সরকারি আধিকারিকরা আশা প্রকাশ করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সবজি বাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে শীতকালীন সবজির জোগান আরও বাড়বে। ফলে তখন দাম আরও খানিকটা আশা প্রকাশ করছেন তারা।
যদিও শাক সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে লাগাতার কয়েক মাস ধরেই বিভিন্ন সরকারি আধিকারিকরা যখন তখন বাজার পরিদর্শন করছেন। জেলাশাসকের নির্দেশে সরকারি বিভিন্ন সংস্থার আধিকারিকরা জেলার বিভিন্ন বাজার এলাকায় ঘুরছেন। কথা বলছেন ক্রেতাদের সঙ্গে, বিক্রেতাদের সঙ্গে। দাম সম্পর্কে জানতে চাইছেন। তাদের দাবি, আগের তুলনায় দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আগামী কিছুদিন পর সেই দাম আরও খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলেই তারা জানিয়েছেন। আমজনতাও অপেক্ষায় রয়েছেন, কবে পকেট ফ্রেন্ডলি হবে শাক সবজির দাম।
Nayan Ghosh